Elon Musk House: প্রাসাদ ছেড়ে ৩ কামরার ছোট্ট বাড়িতে থাকছেন ধনকুবের এলন মাস্ক! অতীতে বিশ্বের ধনীতম ব্যক্তিকে দেখে হতবাক বিশ্ব
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Elon Musk House: যে ছোট্ট ফ্ল্যাট প্যাক হাউসে তিনি থাকছেন এখন, তার পোশাকি নাম ক্যাসিটা
টেক্সাস : আরও একবার বিশ্ববাসীকে চমকে দিলেন ধনকুবের এলন মাস্ক। টেসলা এবং স্পেস এক্স-এর সিইও তথা বিশ্বের ধনীতমদের মধ্যে অন্যতম মাস্ক সম্প্রতি থাকতে শুরু করেছেন ছোট্ট একটি গেস্ট হাউসে। টেক্সাসের বোকা চিকা এলাকায় ওই গেস্ট হাউসের আয়তন মাত্র ৩৭ বর্গমিটার। তাঁর স্পেস এক্স প্রধান কার্যালয়ের কাছেই ওই গেস্ট হাউসে আপাতত ঠাঁই নিয়েছেন এলন মাস্ক। যে ছোট্ট ফ্ল্যাট প্যাক হাউসে তিনি থাকছেন এখন, তার পোশাকি নাম ক্যাসিটা।
ট্যুইটারে মাস্ক জানিয়েছেন যে বাড়িতে এখন তিনি আছেন, তার জন্য প্রতি মাসে তাঁর খরচ হয় ৫০ হাজার ডলার। এই বন্দোবস্ত তাঁর দারুণ লাগে। ইদানীং নিজের স্থাবর সম্পত্তি প্রায় সবই ছেড়ে দিচ্ছেন মাস্ক। ক্যালিফর্নিয়ার তাঁর ৬ টা প্রাসাদোপম বাড়িও আছে সেই তালিকায়।
advertisement
ধনকুবের জানিয়েছেন বর্তমানে বে এরিয়াতে একটিমাত্র বাড়িই আছে তাঁর। তাঁর কথায় ওই বা়ড়ি বিক্রি করলে খুব বড় পরিবার সেটি না কিনলে ক্রেতা উপকৃত হবেন না। ভবিষ্যতে ওই বাড়িও যে তিনি বিক্রি করার কথা ভাবছেন, সে কথাও জানাতে ভোলেননি অতীতে বিশ্বের ধনীতম ব্যক্তি।
advertisement
তিন কামরার যে ছোট্ট বাড়িতে এলন মাস্ক এখন আছেন, তাতে আছে সবরকম অত্যাধুনিক বন্দোবস্ত-সহ একটি রান্নাঘর। বড় রেফ্রিজারেটর, ডাবল সিঙ্ক, আভেন, মাইক্রোওয়েভ, ডিশওয়াশার, কেতাদুরস্ত শেকার ক্যাবিনেটে সাজানো সেই রান্নাঘর। শৌখিনতায় ভরপুর স্নানঘরও। ৩৭৫ বর্গফুট আয়তনের বৈঠকখানায় আলোবাতাস খেলে যাওয়ার সুব্যবস্থা আছে। জানানো হয়েছে নির্মাতাদের তরফে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 10:22 AM IST










