Twitter | Elon Musk | CEO: ট্যুইটারের সিইও পদ থেকে সরছেন এলন মাস্ক? ট্যুইটে বড় ইঙ্গিত, নতুন জন কে? নেট দুনিয়ায় তোলপাড়

Last Updated:

গত বছর অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইট কিনেছিলেন মাস্ক৷ সেই সময়েই এলন মাস্ক জানিয়ে দিয়েছিলেন, সংস্থাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সময় পর্যন্ত তিনি এর সিইও-র দায়িত্ব পালন করবেন৷

নিউ ইয়র্ক: নাম লিন্ডা ইয়াকারিনো৷ বর্তমানে NBCUniversal-এর এক্সিকিউটিভ৷ গত রাত থেকে তাঁকে নিয়েই শুরু হয়েছে তোলপাড়৷ কারণ, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট জানাচ্ছে, ট্যুইটারের সিইও পদ থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন এলন মাস্ক৷ তিনি নাকি এই ভূমিকা পালনের জন্য নতুন মুখ খুঁজে পেয়েছেন, আর এই নতুন মুখের নামই নাকি লিন্ডা৷
তবে ট্যুইটার থেকে এক্কেবারে সরে যাচ্ছেন না এই বিজনেস টাইকুন৷ শোনা গিয়েছে, তিনি নাকি এবার থেকে ট্যুইটারের চিফ টেকনোলজিস্টের ভূমিকা পালন করবেন৷
advertisement
বৃহস্পতিবার একটি ট্যুইটে এলন মাস্ক জানান, সংস্থারনতুন সিইও আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দেবেন৷ তবে নিজের ট্যুইটে লিন্ডার নাম উল্লেখ করেননি তিনি৷ লিন্ডার তরফেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ NBCUniversal-এর তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে NBCUniversal-এরই একটি কাজে ব্যস্ত রয়েছেন৷
advertisement
গত বছর অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইট কিনেছিলেন মাস্ক৷ সেই সময়েই এলন মাস্ক জানিয়ে দিয়েছিলেন, সংস্থাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সময় পর্যন্ত তিনি এর সিইও-র দায়িত্ব পালন করবেন৷
advertisement
মাস্ক দায়িত্বে আসার পরে হাজার হাজার ছাঁটাই হয়েছে ট্যুইটারে৷ তারপরেও ট্যুইটারের সান ফ্রান্সিসকোর অফিসে বসে নাকি তিনি অভিযোগ করেছেন, তাঁকে বিপুল কাজ করতে হচ্ছে৷ অফিসে থাকাকালীন নাকি তিনি ঘুমোনও৷
গত ডিসেম্বরে এলন মাস্ক ট্যুইটার ফলোয়ারদের কাছে প্রশ্ন রাখেন যে, তাঁর ট্যুইটারের সিইও-র পদ থেকে সরে আসা উচিত কি না৷ ৫৭.৭ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছিলেন সেবার৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Twitter | Elon Musk | CEO: ট্যুইটারের সিইও পদ থেকে সরছেন এলন মাস্ক? ট্যুইটে বড় ইঙ্গিত, নতুন জন কে? নেট দুনিয়ায় তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement