প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মৃত ১০
Last Updated:
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মৃত ১০
#জাকার্তা: প্রবল ভূমিকম্পে কেপে উঠল ইন্দোনেশিয়ার বেশ কিছু এলাকা । রবিবার সকাল ৭টার কিছু সময় আগে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা । রিখটার স্কেল অনু্যায়ী কম্পনের মাত্রা ছিল ৬.৪।
Earthquake of 6.4 magnitude strikes Indonesia: USGS
— ANI (@ANI) July 28, 2018
advertisement
ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয় । বালি দ্বীপপুঞ্জের ৪০ কি.মি পূর্বে অবস্থিত এই লম্বোক জনপ্রিয় একটি পর্যটকস্থল । ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর লম্বোকের মাটরাম শহরের উত্তর-পূর্বে ।প্রশান্ত-মহাসাগরীয় আগ্নেয় বলয়ের নিকটে অবস্থিত হওয়ার জন্য ইন্দোনেশিয়া বরাবরই ভূকম্প প্রবণ । মাউন্ট রিঞ্জানি নামক এক আগ্নেয়গিরি কাছ থেকেই শুর হয় এই ভূমিকম্প । এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লম্বোকের সেবালুন এলাকা ।
advertisement
ঘটনায় এখনও পর্যন্ত ৪০জন আহত হয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি । মৃত্যু হয়েছে ১০জনের । নিঁখোজ বহু মানুষ । উদ্ধারকাজে নেমেছে রেড ক্রস ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ।
PMI teams mount an immediate response as a 6.4 magnitude #earthquake strikes #Lombok island. We are checking people's needs, giving first aid and supporting search and rescue, especially in Sebalun distric, the worst affected areas. #PMISiapBantu pic.twitter.com/5ORZ1n9iwp — Indonesian Red Cross (@palangmerah) July 29, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2018 10:14 AM IST