Earthquake at Bangladesh: বাংলাদেশে ভূমিকম্পে নিহত ৬, আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে লাফিয়ে আহত অন্তত ৪
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Earthquake at Bangladesh: ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সকালে বাংলাদেশে ভূমিকম্পে ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর।
ঢাকাঃ আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সকালে বাংলাদেশে ভূমিকম্পে ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের কারণে দেওয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। ভূমিকম্পের কারণে ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ধসে পড়ে। ওই সময় অনেকেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রেলিংয়ের ধ্বংসাবশেষ তাঁদের মাথার উপর পড়ে।
আরও পড়ুনঃ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ, ভারত বাদ পড়ল টপ ১২–র আগেই
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
advertisement
advertisement
বাংলাদেশ সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুসারে, ‘হাজি মুহাম্মদ মহসিন হলের চারতলা ভবন থেকে লাফ দিয়ে তানজীর হোসেন নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এই হলের আরও দুজন শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।’
অন্যদিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী লাফ দিয়ে আহত হয়েছেন। তাঁর পা ভেঙে গেছে। এ ছাড়া কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল, ফজলুল হক মুসলিম হল ও ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ায় খবর পাওয়ায় গেছে। ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়েছে। মহসিন হলসহ কয়েকটি হলে এমন ঘটনা ঘটেছে।
advertisement
বাংলাদেশ সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুসারে, ’ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, আজকের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের কিছু ভবনে পলেস্তারা খসে পড়েছে। ২টি হলে দেয়ালের ইট ভেঙে কিছু কিছু টুকরা অংশ ভেঙে পড়েছে। এসব জীর্ণ দেয়ালের অবস্থা দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে কেউ কেউ লাফ দিয়ে বা দ্রুত বের হতে গিয়ে আহত হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রী হলে কিছু বোনেরা সেন্সলেসও হয়েছেন।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2025 2:31 PM IST

