এভাবেও ব্যবহার করা যায় কন্ডোম! সাংবাদিকের ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া, ভিডিও ভাইরাল

Last Updated:

অনেকে দেখে বুঝলেও ঠিক মানতে পারছিলেন না যে এভাবেও কন্ডোম ব্যবহার করা যায়! তাদের উদ্দ্যেশে একেবারে স্পষ্ট করে সাংবাদিক ব্যাখ্যা করেছেন তাঁর পরিস্থিতর কথা৷

#ফ্লোরিডা: হ্যারিকেন ইয়ানে তছনছ হয়েছে চারিদিক৷ বাড়ির বাইরে বেরতে সাহায্য নিতে হচ্ছে ডিঙি নৌকার৷ লম্বা পা ঢাকা বুট সঙ্গে কীটনাশক স্প্রে রাখতে হচ্ছে হাতের কাছে৷ কারণ আশপাশে জল জমে গিয়েছে৷ যা থেকে সাপ-ব্যাঙ বা অন্যান্য কীট পতঙ্গ ঘরের মধ্যে ঢুকে পড়ছে মুহূর্তে৷ ঘূর্ণিঝড় ইয়ানের ফলে এমনই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডার একটি বিস্তীর্ণ অংশে৷ ইতিমধ্যেই ৬৮ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে ৬১ জনই ফ্লোরিডার৷ শহরের এই হালের মধ্যে নেই বিদ্যুৎ সংযোগ৷ ফলে খুবই অসহার অবস্থা শহরবাসীর৷
advertisement
এরই মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে কন্ডোমের উপর ভরসা করছেন সাংবাদিক৷ ফ্লোরিডায় হ্যারিকেন ইয়ানের লাইভ রিপোর্টিং করতে গিয়ে মাইক বা বুমের ওপর তিনি চড়িয়ে দিলেন কন্ডোম! মূলত রিপোর্টিং-এর জন্য যে মাইক ব্যবহার হয় তাতে জল পড়লে বিপদ৷ খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ তাই বৃষ্টি বা ঝড়-জলের সময় ক্যামেরা এবং মাইকের উপর প্লাস্টিক জাতীয় বস্তু দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে৷ তবে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সংবাদ পরিবেশনার সময় সাংবাদিক কাইলা গালের কিছুতেই জলের থেকে বাঁচাতে পারছিলেন না মাইক৷ তখন তিনি মাইকের উপর পরিয়ে দেন কন্ডোম! NBC2 সাংবাদিকের এই কাণ্ড দেখে দর্শকরা হেসে লুটিয়ে পড়েন৷ আর সেই ভিডিও ভাইরালও হয়৷
advertisement
advertisement
সাংবাদিকের উপস্থিত বুদ্ধিতে দামী মাইকের কোনও ক্ষতি হয়নি ঠিকই তবে তাঁর এই কর্মকাণ্ড নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ এবং সাংবাদিক নিজেও জানিয়ে দেন যে কন্ডোমের জন্য তাঁর ব্যবহৃত মাইকটি সুরক্ষিত৷ মাঠে-ময়দানে ঝড় জলে এভাবে তাঁকে সাহায্য করছে কন্ডোম৷ নিজেই সে কথা দর্শকদের জানিয়েছেন কাইলা গাল৷ অনেকে দেখে বুঝলেও ঠিক মানতে পারছিলেন না যে এভাবেও কন্ডোম ব্যবহার করা যায়! তাদের উদ্দ্যেশে একেবারে স্পষ্ট করে সাংবাদিক ব্যাখ্যা করেছেন তাঁর পরিস্থিতর কথা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
এভাবেও ব্যবহার করা যায় কন্ডোম! সাংবাদিকের ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement