এভাবেও ব্যবহার করা যায় কন্ডোম! সাংবাদিকের ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া, ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেকে দেখে বুঝলেও ঠিক মানতে পারছিলেন না যে এভাবেও কন্ডোম ব্যবহার করা যায়! তাদের উদ্দ্যেশে একেবারে স্পষ্ট করে সাংবাদিক ব্যাখ্যা করেছেন তাঁর পরিস্থিতর কথা৷
#ফ্লোরিডা: হ্যারিকেন ইয়ানে তছনছ হয়েছে চারিদিক৷ বাড়ির বাইরে বেরতে সাহায্য নিতে হচ্ছে ডিঙি নৌকার৷ লম্বা পা ঢাকা বুট সঙ্গে কীটনাশক স্প্রে রাখতে হচ্ছে হাতের কাছে৷ কারণ আশপাশে জল জমে গিয়েছে৷ যা থেকে সাপ-ব্যাঙ বা অন্যান্য কীট পতঙ্গ ঘরের মধ্যে ঢুকে পড়ছে মুহূর্তে৷ ঘূর্ণিঝড় ইয়ানের ফলে এমনই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডার একটি বিস্তীর্ণ অংশে৷ ইতিমধ্যেই ৬৮ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে ৬১ জনই ফ্লোরিডার৷ শহরের এই হালের মধ্যে নেই বিদ্যুৎ সংযোগ৷ ফলে খুবই অসহার অবস্থা শহরবাসীর৷
advertisement
এরই মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে কন্ডোমের উপর ভরসা করছেন সাংবাদিক৷ ফ্লোরিডায় হ্যারিকেন ইয়ানের লাইভ রিপোর্টিং করতে গিয়ে মাইক বা বুমের ওপর তিনি চড়িয়ে দিলেন কন্ডোম! মূলত রিপোর্টিং-এর জন্য যে মাইক ব্যবহার হয় তাতে জল পড়লে বিপদ৷ খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ তাই বৃষ্টি বা ঝড়-জলের সময় ক্যামেরা এবং মাইকের উপর প্লাস্টিক জাতীয় বস্তু দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে৷ তবে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সংবাদ পরিবেশনার সময় সাংবাদিক কাইলা গালের কিছুতেই জলের থেকে বাঁচাতে পারছিলেন না মাইক৷ তখন তিনি মাইকের উপর পরিয়ে দেন কন্ডোম! NBC2 সাংবাদিকের এই কাণ্ড দেখে দর্শকরা হেসে লুটিয়ে পড়েন৷ আর সেই ভিডিও ভাইরালও হয়৷
advertisement
It's either use a condom with a reservoir tip or have a mic go out. Vet move right here. pic.twitter.com/4GUDmubQGA
— Joe Kinsey (@JoeKinseyexp) September 28, 2022
There's resourceful, and then there's RESOURCEFUL: NBC2's Kyla Galer went viral on Wednesday for using a condom to keep her microphone dry while reporting on the ground in Ft. Myers, FL, during Hurricane Ian. pic.twitter.com/V8fZvPZ1oR
— NowThis (@nowthisnews) October 2, 2022
advertisement
সাংবাদিকের উপস্থিত বুদ্ধিতে দামী মাইকের কোনও ক্ষতি হয়নি ঠিকই তবে তাঁর এই কর্মকাণ্ড নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ এবং সাংবাদিক নিজেও জানিয়ে দেন যে কন্ডোমের জন্য তাঁর ব্যবহৃত মাইকটি সুরক্ষিত৷ মাঠে-ময়দানে ঝড় জলে এভাবে তাঁকে সাহায্য করছে কন্ডোম৷ নিজেই সে কথা দর্শকদের জানিয়েছেন কাইলা গাল৷ অনেকে দেখে বুঝলেও ঠিক মানতে পারছিলেন না যে এভাবেও কন্ডোম ব্যবহার করা যায়! তাদের উদ্দ্যেশে একেবারে স্পষ্ট করে সাংবাদিক ব্যাখ্যা করেছেন তাঁর পরিস্থিতর কথা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 4:35 PM IST