করোনায় অর্থনৈতিক মন্দা ২০০৯ সালের চেয়েও ভয়ানক হবে: IMF
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস সারা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে...
#ওয়াশিংটন: করোনা ভাইরাস অতিমারি আর এরই জেরে সারা বিশ্বের অর্থনীতি টালমাটাল ৷ মারাত্মক ভাবে সাহায্য প্রয়োজন হবে উন্নয়নশীল দেশগুলির ৷ আন্তর্জাতিক মানিটরি ফান্ড ( IMF) প্রধান ক্রিস্টালিনা জিওরজিয়েভা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারের এবারের মন্দা ২০০৯ সালের মন্দার চেয়েও ভয়ানক হবে ৷
তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার আমরা অর্থনৈতিক মন্দায় ঢুকে গিয়েছি৷ ’একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন আইএমএফ প্রধান ৷
সারা পৃথিবীতেই হঠাৎ করে অর্থনীতি থমকে গেছে৷ তিনি জানিয়েছেন, ‘সারা পৃথিবীর অর্থনৈতিক চাহিদা পৌঁছবে ২.৫ ট্রিলিয়ন ডলার ৷ ’
advertisement
তিনি সতর্ক করে বলেছেন, ‘এটা নিঃসন্দেহে একদম তলানির দিকে৷ ’আইএমএফের থেকে ৮০ টি দেশ আপৎকালীন অর্থ সাহায্য চেয়েছে ৷
advertisement
.@KGeorgieva: It is now clear that we have entered a recession. We project a rebound in 2021, but only if we contain the virus and prevent liquidity problems from becoming a solvency issue. https://t.co/dg8FHiuftW #COVID19 pic.twitter.com/BIbFaRB48u
— IMF (@IMFNews) March 27, 2020
advertisement
সাম্প্রতিক সপ্তাহে সারা পৃথিবীতে ৮৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ৷ এটা খুব বেশি ঠিক করা সম্ভব নয় ৷ কারণ প্রতিটা দেশের আভ্যন্তরীন সম্পদ যথেষ্ট নয়৷ ’ এই দেশগুলির আবার অনেকেই ঋণের ভারে জর্জরিত ৷ ৮০ টি দেশ যাদের বেশিরভাগই নিম্ন আয়ের ৷ করোনা ভাইরাস অতিমারি সারা পৃথিবীর সমস্ত দেশে মারাত্মক প্রভাব ফেলেছে ৷
advertisement
আইএমএফ প্রধানের বৈঠক ছিল ওয়াশিংটনের এক অর্থনৈতিক কমিটির সঙ্গে ৷ নিজের বৈঠকে তিনি সরকারিভাবে অনুরোধ করেন আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ৫০ বিলিয়ন ডলার যোগান দিতে হবে ৷
তিনি স্বাগত জানিয়েছেন ২.২ ট্রিলিয়ন অর্থনৈতিক প্যাকেজ মার্কিন সেনেট অনুমোদন করে দিয়েছে ৷ সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার জন্য পৃথিবীর সব বড় দেশগুলিকে এগিয়ে আসতে হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2020 11:11 PM IST