Burj Khalifa-Indian Tricolor: সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা

Last Updated:

Burj Khalifa-Indian Tricolor: দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাক্তুম এই দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্কের উপর আরও জোর দিতে চাইছেন।

সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা
সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা
সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়ে ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর ঠিক আগেই তাঁকে আন্তরিক ভাবে স্বাগত জানানোর জন্য আলোয় সেজে উঠল দুবাইয়ের কিংবদন্তি বুর্জ খলিফা। ভেসে উঠল ‘গেস্ট অফ অনার – রিপাবলিক অফ ইন্ডিয়া’।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাক্তুম এই দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্কের উপর আরও জোর দিতে চাইছেন। সেই সঙ্গে বিষয়টাকে আন্তর্জাতিক সহযোগিতার আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করছেন। সেই কারণেই বিশেষ ভাবে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাক্তুমের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৪’-এ গেস্ট অফ অনার হিসেবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি মূল বক্তব্য রাখবেন।
advertisement
advertisement
এক্স প্ল্যাটফর্মে দুবাইয়ের ক্রাউন প্রিন্স লেখেন, “আমরা এই বছরের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভারতীয় প্রজাতন্ত্র এবং ভারতের প্রধানমন্ত্রী মহামান্য নরেন্দ্র মোদিকে সম্মানীয় অতিথি হিসেবে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। এই দুই দেশের মধ্যে যে মজবুত সম্পর্ক রয়েছে, তা আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটা মডেল হিসেবে কাজ করবে।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ের কিছু ছবিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, বুর্জ খলিফা তেরঙায় রীতিমতো রঙিন হয়ে উঠেছে। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-এর বিবর্তনকে সুশাসনের সর্বোত্তম অনুশীলন, সাফল্যের বিবরণ এবং ভবিষ্যৎ-ভিত্তিক উদ্যোগগুলি ভাগ করে নেওয়ার জন্য একটি প্রধান মাধ্যম হিসেবে উন্নীত করেছেন।
তিনি আরও জানান, “এই আন্তর্জাতিক ইভেন্টে ভারতকে বিশিষ্ট অতিথি হিসেবে পেয়ে আমরা যারপরনাই আনন্দিত। যেখানে তারা বিভিন্ন সেক্টরে নিজেদের উদ্ভাবন, উদ্যোগ এবং প্রকল্পগুলি প্রদর্শন করবে। যা সরকারি পরিষেবা সরবরাহের জন্য উন্নয়নকে ত্বরান্বিত করার একটি মডেল।”
advertisement
সংযুক্ত আরব আমিরশাহিতে দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদি দেখা করবেন সেখানকার ভাইস প্রেসিডেন্ট মহম্মদ বিন রশিদ আল মাক্তুমের সঙ্গে। শুধু তা-ই নয়, আবু ধাবির বিএপিএস হিন্দু মন্দিরও উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত, এর আগে গত ১৫ অগস্ট, ২০২৩ তারিখে ভারতের ৭৭-তম স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাতে বুর্জ খলিফা রঙিন হয়ে উঠেছিল ভারতীয় জাতীয় পতাকার রঙে। সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজেছিল জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-ও।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Burj Khalifa-Indian Tricolor: সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement