Burj Khalifa-Indian Tricolor: সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা

Last Updated:

Burj Khalifa-Indian Tricolor: দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাক্তুম এই দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্কের উপর আরও জোর দিতে চাইছেন।

সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা
সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা
সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়ে ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর ঠিক আগেই তাঁকে আন্তরিক ভাবে স্বাগত জানানোর জন্য আলোয় সেজে উঠল দুবাইয়ের কিংবদন্তি বুর্জ খলিফা। ভেসে উঠল ‘গেস্ট অফ অনার – রিপাবলিক অফ ইন্ডিয়া’।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাক্তুম এই দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্কের উপর আরও জোর দিতে চাইছেন। সেই সঙ্গে বিষয়টাকে আন্তর্জাতিক সহযোগিতার আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করছেন। সেই কারণেই বিশেষ ভাবে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাক্তুমের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৪’-এ গেস্ট অফ অনার হিসেবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি মূল বক্তব্য রাখবেন।
advertisement
advertisement
এক্স প্ল্যাটফর্মে দুবাইয়ের ক্রাউন প্রিন্স লেখেন, “আমরা এই বছরের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভারতীয় প্রজাতন্ত্র এবং ভারতের প্রধানমন্ত্রী মহামান্য নরেন্দ্র মোদিকে সম্মানীয় অতিথি হিসেবে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। এই দুই দেশের মধ্যে যে মজবুত সম্পর্ক রয়েছে, তা আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটা মডেল হিসেবে কাজ করবে।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ের কিছু ছবিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, বুর্জ খলিফা তেরঙায় রীতিমতো রঙিন হয়ে উঠেছে। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-এর বিবর্তনকে সুশাসনের সর্বোত্তম অনুশীলন, সাফল্যের বিবরণ এবং ভবিষ্যৎ-ভিত্তিক উদ্যোগগুলি ভাগ করে নেওয়ার জন্য একটি প্রধান মাধ্যম হিসেবে উন্নীত করেছেন।
তিনি আরও জানান, “এই আন্তর্জাতিক ইভেন্টে ভারতকে বিশিষ্ট অতিথি হিসেবে পেয়ে আমরা যারপরনাই আনন্দিত। যেখানে তারা বিভিন্ন সেক্টরে নিজেদের উদ্ভাবন, উদ্যোগ এবং প্রকল্পগুলি প্রদর্শন করবে। যা সরকারি পরিষেবা সরবরাহের জন্য উন্নয়নকে ত্বরান্বিত করার একটি মডেল।”
advertisement
সংযুক্ত আরব আমিরশাহিতে দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদি দেখা করবেন সেখানকার ভাইস প্রেসিডেন্ট মহম্মদ বিন রশিদ আল মাক্তুমের সঙ্গে। শুধু তা-ই নয়, আবু ধাবির বিএপিএস হিন্দু মন্দিরও উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত, এর আগে গত ১৫ অগস্ট, ২০২৩ তারিখে ভারতের ৭৭-তম স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাতে বুর্জ খলিফা রঙিন হয়ে উঠেছিল ভারতীয় জাতীয় পতাকার রঙে। সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজেছিল জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-ও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Burj Khalifa-Indian Tricolor: সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদি; ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল বুর্জ খলিফা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement