চিড়িয়াখানায় খাঁচার জাল টপকে জিরাফের পিঠে উঠে পড়লেন মত্ত যুবক, দেখুন ভিডিও--
Last Updated:
সোজা এনক্লোজারের বাইরের রেলিং টকপে চলে গেলেন রেলিংয়ের কাছে! তারপরই, জিরাফের গলা ধরে, বেয়ে উঠে পড়লেন জিরাফের পিঠে...
#কাজাকিস্তান: ঝলমলে রোদের মিষ্টি সকাল! বেশ ভাল মুডেই ছিল কাজাকিস্তানের শিমকেন্ট চিড়িয়াখানার পোষ্য জিরাফ! এক্কেবারে রেলিংয়ের কাছে এসে, ইয়া লম্বা গলা বারিয়ে দিব্য পর্যটকদের সঙ্গে 'আলাপচারিতা' করছিল! পর্যটকরাও বেজাও খুশি! আচমকাই ছন্দপতন! ঘটল বিপত্তি!
জিরাফের এনক্লোজারের সামনে হাজির মদ্যপ এক ব্যক্তি! তাঁর শখ হল জিরাপের কাঁধে চড়বেন! ভেমন ভাবা তেমনি কাজ! সোজা এনক্লোজারের বাইরের রেলিং টকপে চলে গেলেন রেলিংয়ের কাছে! তারপরই, জিরাফের গলা ধরে, বেয়ে উঠে পড়লেন জিরাফের পিঠে। এহেন দৃশ্য দেখে সেখানে উপস্থিত বাকি পর্যটকদের চোখ কপালে...! মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কাণ্ডের ভিডিও !
advertisement
দেখুন সেই আজব ঘটনার ভিডিও--
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত মদ্যপান করেছিলেন ওই ব্যক্তি। হঠাৎই জিরাফ দেখে বেশ উৎসাহিত হয়ে পড়েন । তারপরেই রেলিং টপকে চলে যান জালের ঘেরাটোপে। জিরাফের গলায় হাত বুলিয়ে দেন। এর পরই জিরাফের গলা জাপটে ধরে, স্লিপ খেয়ে নেমে আসেন পিঠে।
ঘটনার আকষ্মিকতায় প্রথম দিকে জিরাফটি 'কিংকর্তব্যবিমূঢ়' হয়ে পড়ে! মুখ ঘুরিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ব্যক্তিকে পিঠে নিয়ে দাঁড়িয়েও থাকে! কিন্তু সম্বিত ফিরতেই এক ঝাঁকুনি। সোজা পিঠ থেকে মাটিতে ধরাশায়ী ব্যক্তি! চিড়িয়াখান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2019 5:56 PM IST
