ইসলামাবাদ: পাকিস্তানে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের উপর ড্রোন দেখা গেল ৷ ঘটনায় কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে ৷ শুক্রবার নির্দিষ্ট এলাকা অতিক্রম করে একটি ড্রোন ঢুকে পড়ে ভারতীয় দূতাবাস চত্বরে ৷ জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে কিছুদিন আগেই ড্রোন হামলা হয় ৷ তার কিছুদিন পরেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের উপর এই ড্রোন দেখতে পাওয়ায় নতুন করে অস্বস্তি বাড়িয়েছে ৷
দূতাবাসের মতো স্পর্শকাতর এলাকায় ড্রোন ঢুকে যাওয়ার ঘটনার সমালোচনা হয়েছে সর্বত্র ৷ শুধু জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে হামলাই নয়, শেষ কয়েকবছর ধরেই সীমান্ত পেরিয়ে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করছে জঙ্গিরা। শেষ কয়েক মাস ধরে শুধু কাশ্মীর সীমান্তে নয়, ভারত পাক সীমান্তে একাধিক ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drone, Indian Embassy, Pakistan