Viral video: ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার করা হচ্ছে নাবিকদের ! রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল

Last Updated:

Viral video: চোখের সামনে কখনও গোটা জাহাজকে ডুবতে দেখেছেন? সিনেমায় অবশ্যই দেখে থাকবেন। কিন্তু বাস্তবে এই জাহাজ ডোবার ঘটনার সামনা সামনি হলে হৃদস্পন্দন থেমে যেতে বাধ্য।

#নরওয়ে:  চোখের সামনে কখনও গোটা জাহাজকে ডুবতে দেখেছেন? সিনেমায় অবশ্যই দেখে থাকবেন। কিন্তু বাস্তবে এই জাহাজ ডোবার ঘটনার সামনা সামনি হলে হৃদস্পন্দন থেমে যেতে বাধ্য। আমাদের দেশ শুধু নয় গোটা বিশ্বের নাবিকরাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর সমুদ্রে কাটায়। তাঁদেরকে এমন নানা ভয়ঙ্কর ঘটনার সামনা সামনিও হতে হয়। বহু জাহাজ মানুষ নিয়েই ডুবে যায়। তার কিছুটা আমরা জানতে পারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি জাহাজ ডোবার ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখলে শিউরে উঠবেন আপনি।
'ইয়েমেড্রিক হেনড্রিকা' নামের ডাচ মালবাহী জাহাজটি নরওয়ে সাগরে ভেসে যাচ্ছিল। জাহাজে অন্যান্য সামগ্রীর সঙ্গে ছিল বেশ কয়েকটি নৌকা। কিন্তু যাওয়ার পথে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে জাহাজের ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। জাহাজে বেশ কয়েকজন নাবিক ছিলেন। সকলেই তখন বুঝতে পারছেন জাহাজটি এবার ডুবে যাবে। ভয়ে, আতঙ্কে তাঁরা গুটিয়ে যান। যোগাযোগ করা হয় নরওয়ে উদ্ধারকারী কতৃপক্ষের সঙ্গে। এর পর একটি হেলিকপ্টার তাঁদের উদ্ধার করতে আসে।
advertisement
advertisement
মোট ১২জন কর্মী ছিলেন। জাহাজ ডোবার আগে ৮ জনকে উদ্ধার করা হয়। বাকি চারজন জলে ঝাঁপ দেন। পরে তাঁদেরকেও উদ্ধার করা হয়। চোখের সামনে জাহাজটি ডুবে যায়। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে। যা ইতিমধ্যে ভাইরাল।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral video: ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার করা হচ্ছে নাবিকদের ! রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement