Dragon Seen Flying: আকাশে উড়তে দেখা গেল বিশাল এক ড্রাগন-কে, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

Last Updated:

নীল আকাশে উড়তে উড়তে আসছে কালো ড্রাগন, ভিডিও দেখুন

#পাকিস্তান: চেহাড়া সাপ ও গিড়গিটির মিশেল, লম্বায় ইয়া বড়, রয়েছে বিশাল লেজ, মুখ দিয়ে বের হচ্ছে আগুন... ছোটবেলায় রূপকথার গল্পে এই চরিত্রটির আনাগোনা হয়েছে বহুবার! ড্রাগন! চীন, জাপান, কোরিয়া, ইন্দোচিন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকথায় ড্রাগনের উপস্থিতি থাকবেই-থাকবেই! পশ্চিমে ড্রাগনকে কেন্দ্র করে অনেক ছবিও তৈরি হয়েছে। তবে ড্রাগন কি সত্যিই কাল্পনিক পশু? না বাস্তবে এর কোনও অস্তিত্ব আছে? এই নিয়ে তর্ক-বিতর্কের কোনও শেষ নেই! কিন্তু পাকিস্তানে যে-পশুটির দেখা মিলেছে, সেটি দেখে আপনি আর কিছুতেই চ্যালেঞ্জ ছুঁড়ে বলতে পারবেন না, ড্রাগন কল্পকথার জীব (Dragon Seen Flying)!
পাকিস্তানের আকাশে দেখা মিলেছে এক ড্রাগনের! নেটিজেনরা ঠাট্টা করে বলছেন, চিন থেকেই উড়তে উড়তে ড্রাগন পৌঁছেছে পাকিস্তানে (Dragon Seen Flying)! HUNTER IMRAN YT নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার হয়, যেখানে দেখা যাচ্ছে আকাশে উড়ছে ড্রাগন! ভিডিওটি দেখে নিজের চোখকে সত্যিই-ই বিশ্বাস করতে পারবেন না! নীল-স্বচ্ছ আকাশ দিয়ে উড়ে আসছে একটি ড্রাগন। ভিডিওটি পোস্ট করে ইউটিউবার ক্যাপশনে লিখেছেন, '' Real dragon of Pakistan''
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও--
ভিডিওটি দেখতে নেটিজেনরা হামলে পড়েছে! কেউ কেউ বলছেন, '' সত্যিই তবে ড্রাগন আছে'', কেউ বা বলছেন, '' এটি নির্ঘাৎ ঘুড়ি'', কারও বা মত, '' সেরা অ্যানিমেশন''! তর্ক-বিতর্ক চলছে, কিন্তু কেউ মন থেকে হলফ করে বলতে পারছেন না, ড্রাগন নেই! এই ভিডিওটি পোস্ট করা হয় এক বছর আগে! সেই সময়ও ভিডিওটার ভিউ কিছুক্ষণের মধ্যেই ১ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়েছিল! এক বছর বাদেও ফের ঘুরে-ফিরে এসেছে ড্রাগন চর্চা! ফের শুরু হয়েছে ড্রাগনের অস্তিত্ব নিয়ে তর্ক-বিতর্ক, কাজেই ফের একবার ভাইরাল ড্রাগনের ভিডিও!
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dragon Seen Flying: আকাশে উড়তে দেখা গেল বিশাল এক ড্রাগন-কে, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement