বাবা দেশের ‘প্রেসিডেন্ট’, অথচ তার জন্যই অস্বস্তিতে পড়ল মেয়ে

Last Updated:

বাবা দেশের প্রেসিডেন্ট, অথচ সেই বাবার জন্যই মেয়েকে শুনতে হল অকথা-কুকথা ৷ কথা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷ তাঁরই কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে বাবার জন্য অপমানিত হতে হল মাঝ আকাশে ৷

#নিউইয়র্ক: বাবা দেশের প্রেসিডেন্ট, অথচ সেই বাবার জন্যই মেয়েকে শুনতে হল অকথা-কুকথা ৷ কথা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷ তাঁরই কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে বাবার জন্য অপমানিত হতে হল মাঝ আকাশে ৷
নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে চেপে সপরিবারে ক্রিসমাসের ছুটি কাটাতে যাচ্ছিলেন ইভাঙ্কা ট্রাম্প ৷ গন্তব্য ছিল হাওয়াই দ্বীপপুঞ্জ ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ৷ স্বামী ও তিন সন্তানকে নিয়ে বিমানে সওয়ার হতেই এক সহযাত্রীর কড়া প্রতিক্রিয়ার মুখে পড়েন ট্রাম্প কন্যা ৷
জেট বুল-এ বিমানের আরেক সওয়ারি ম্যাথিউ লেসনার ইভাঙ্কাকে সামন পেয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ উগরে দেন ৷ পেশায় নিউইর্য়ক কলেজের অধ্যাপর লেসনার ইভাঙ্কাকে কড়া সুরে বলেন, ‘আপনার বাবা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ৷ তিনি দেশটাকে নষ্ট করে দিচ্ছেন ৷’ এতেই শেষ নয়, এরপর তিনি বিমানকর্মীদের উদ্দেশ্যে ইভাঙ্কাকে কটাক্ষ করে বলেন, ‘উনি আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে কি করছেন! প্রাইভেট জেট-এ জায়গা পাননি বুঝি ৷’
advertisement
advertisement
প্রেসিডেন্ট কন্যার সঙ্গে এরকম ব্যবহার করতে দেখে বিমানকর্মীরা ম্যাথিউ লেসনারকে তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে দেন ৷ বিমানে ইভাঙ্কার সঙ্গে মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরাও উপস্থিত ছিলেন ৷
তবে এই ঘটনায় প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন ম্যাথিউ লেসনার ও তাঁর স্ত্রী ৷ তাঁদের বক্তব্য, কোনও অভব্যতা তিনি করেননি ৷ শুধু নিজের মতামত জানিয়েছিলেন মাত্র ৷ তাতে কেনও তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হল! অসন্তোষ প্রকাশ করেছেন বিমানের বাকি যাত্রীরাও ৷ তাদের বক্তব্য, লেসনার ক্রুদ্ধ হলেও ট্রাম্প কন্যা ইভাঙ্কার সঙ্গে কোনও অভব্যতা করেননি ৷ শুধু নিজের মনোভাব ব্যক্ত করেছিলেন ৷ তাতে লেসনারকে বিমান থেকে নামিয়ে দেওয়ার মোত কোনও ঘটনা ঘটেনি ৷
advertisement
তবে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, লেসনারের জন্য তারা অন্য বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন ৷ কিন্তু তাতেও মিটছে না বিতর্ক ৷
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বেরোনোর পর একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে এখনও অনেক মার্কিন নাগরিক মেনে নিতে পারেননি ৷ তারই প্রমাণ দেখা গেল আরও একবার ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাবা দেশের ‘প্রেসিডেন্ট’, অথচ তার জন্যই অস্বস্তিতে পড়ল মেয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement