Donald Trump: 'তেহরান খালি করুন...', সতর্কবাণী ট্রাম্পের! ইজরায়েল-ইরান সঙ্কটে জি-৭ ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট, নিরাপত্তা বৈঠকের প্রস্তুতি

Last Updated:

Donald Trump: মঙ্গলবার টানা পঞ্চম দিনও ইজরায়েল ইরান সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নাগরিকদের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নয়াদিল্লি: মঙ্গলবার টানা পঞ্চম দিনও ইজরায়েল ইরান সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নাগরিকদের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তাঁর এই সতর্কবাণীর পাশাপাশি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
হোয়াইট হাউজ ইতিমধ্যেই ঘোষণা করেছে, ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে অব্যহতি নিয়ে একদিন আগেই দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সঙ্কট মোকাবিলায় জি৭ বৈঠক থেকে নির্ধারিত দিনের একদিন আগেই ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিরেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, পশ্চিম এশিয়ায় যা চলছে, সে কারণেই রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
advertisement
উল্লেখ্য, তাঁর জি-৭ বৈঠকের সূচি কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প। তিনি লেখেন, “আমি যে ‘চুক্তি’তে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কী লজ্জার বিষয়, মানুষের জীবন কী ভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি!” এর পরের বাক্যেই তিনি লেখেন, “প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত!”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: 'তেহরান খালি করুন...', সতর্কবাণী ট্রাম্পের! ইজরায়েল-ইরান সঙ্কটে জি-৭ ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট, নিরাপত্তা বৈঠকের প্রস্তুতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement