Donald Trump: একের পর এক ISIS ঘাঁটিতে স্ট্রাইক! নাইজিরিয়ায় বিমানহানা...ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘মেরি ক্রিসমাস’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ট্রাম্প লেখেন, ‘আমি এর আগে ওই জঙ্গি সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছিলাম, যদি ওরা এভাবে মানুষ মারা না থামায়, তাহলে তার ফল তাদের ভুগতে হবে৷ আজ সেটা হল৷’’
ওয়াশিংটন: বড়দিনের উৎসবের মুহূর্তে একের পর এক স্ট্রাইক৷ তারপর দেশবাসী এবং নিহত জঙ্গিদের একসঙ্গেই ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘মেরি ক্রিসমাস’৷ বৃহস্পতিবার রাতে নাইজিরিয়ার ISIS ঘাঁটি লক্ষ্য করে বিমানহানা চালানোর নির্দেশ দেওয়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট৷
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘উত্তর-পশ্চিম নাইজিরিয়ার ISIS ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী আক্রমণ চালানোর জন্য আজ আমি আমার কম্যান্ডার ইন চিফ-কে নির্দেশ দিয়েছি৷ ওরা নিরপরাধ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শতকের পর শতক ধরে অকারণে খুন করে এসেছে৷’
advertisement
advertisement
ট্রাম্প লেখেন, ‘আমি এর আগে ওই জঙ্গি সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছিলাম, যদি ওরা এভাবে মানুষ মারা না থামায়, তাহলে তার ফল তাদের ভুগতে হবে৷ আজ সেটা হল৷’’
উনি লেখেন, ‘‘ডিপার্টমেন্ট অফ ওয়ার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল ট্রাইক করেছে৷ কারণ, একমাত্র আমেরিকাই তা করতে পারে৷ আমার লিডারশিপে, আমার দেশ জঙ্গিদের বাড়বাড়ন্ত হতে দেবে না৷’’
advertisement
সব শেষে ট্রাম্প বলেন, ‘‘আমাদের সেনাকে ঈশ্বর আশীর্বাদ করুন এবং সবাইকে মেরি ক্রিসমাস, যে জঙ্গিরা মারা গেছে তাদেরও৷’’
যদিও নাইজিরিয়ার সরকারের সঙ্গে আলোচনা করেই আমেরিকা এই স্ট্রাইক চালিয়েছে বলে জানা গিয়েছে৷ মার্কিন আফ্রিকা কম্যান্ড জানিয়েছে, নাইজেরিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করেই এই অভিযান পরিচালিত হয়েছিল। জানা যায়, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুদ্ধ সচিবের নির্দেশে এবং নাইজেরিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করে, মার্কিন আফ্রিকা কম্যান্ড ২৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে নাইজেরিয়ার সোকোটো স্টেটে আইএসআইএস সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হামলা চালানো হয়৷”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
Dec 26, 2025 2:33 PM IST









