Donald Trump-Melania Trump: দাম্পত্যের দু’দশক... ২০তম বিবাহবার্ষিকীতে স্ত্রী মেলানিয়াকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প
- Published by:Rachana Majumder
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “মেলানিয়া অসাধারণ মহিলা। মহান নারী। চমৎকার। তাঁকে মিস করব।” ওই বছরই ফেব্রুয়ারিতে রিফর্ম পার্টির দৌড় থেকে সরে আসার পর ফের মেলানিয়ার সঙ্গে দেখা যায় তাঁকে। ২০০৪ সালে মেট গালায় মেলানিয়াকে বিয়ের প্রস্তাব দেন ট্রাম্প। “চমকে গিয়েছিলাম। খুশিও হয়েছিলাম খুব।” দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন মেলানিয়া। ২০০৫ সালের জানুয়ারিতে ফ্লোরিডার পাম বিচে গাঁটছড়া বাঁধেন ট্রাম্প এবং মেলানিয়া। মেলানিয়ার বিয়ের গাউন ডিজাইন করেছিলেন জন গ্যালিয়ানো। দাম ছিল ১,০০,০০০ ডলার।
১৯৯৮ সালে নিউ ইয়র্কের একটি পার্টিতে আলাপ। তারপর কেটে গেল দুই দশক। দাম্পত্যের চড়াই উৎরাই পেরিয়ে ২২ জানুয়ারি ২০ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন মার্কন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। লিখেছেন, “শুভ ২০ তম বিবাহবার্ষিকী, মেলানিয়া।” বিয়ের একটি পুরনো ছবিও ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কেমন ছিল সেই দিনগুলো?
নিউ ইয়র্কের ফ্যাশন উইক পার্টিতে আমন্ত্রিত ছিলেন স্লোভেনিয়ায় জন্মগ্রহণকারী মডেল মেলানিয়া নস। ট্রাম্প তখন দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের থেকে আলাদা থাকেন। পার্টিতে গিয়েছিলেন এক বান্ধবীকে নিয়ে। সেখানেই প্রথম আলাপ হয় দু’জনের। ২০১৬ সালে ‘হার্পারস বাজার’-কে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন মেলানিয়া। তিনি জানিয়েছেন, সেদিন ট্রাম্প তাঁর থেকে নম্বর চেয়েছিলেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে যেহেতু একজন মহিলা সঙ্গিনী ছিলেন, তাই মেলানিয়া নম্বর দেননি।
advertisement
মেলানিয়ার কথায়, “আমি বলেছিলাম, ‘আমি নম্বর দেব না। আপনি আপনার নম্বর দিন। আমি ফোন করে নেব’। আমি দেখতে চেয়েছিলাম, ট্রাম্প কোন নম্বর দেন – ব্যবসার নম্বর না কি বাড়ির। কারণ আমি তাঁর সঙ্গে ব্যবসা করার ইচ্ছা নেই আমার।” ট্রাম্প তাঁর যত নম্বর ছিল সব দিয়েছিলেন। তাঁর অফিস, মারি-আ–লাগো রিসর্ট, বাড়ির নম্বর সব। কয়েকদিন পর মেলানিয়া ফোন করেন। “মানুষটার মধ্যে অফুরন্ত উদ্যম রয়েছে। অমন প্রাণশক্তি দেখে অবাক হয়ে গিয়েছিলাম,” বলেন মেলানিয়া।
advertisement
advertisement
ট্রাম্প অস্থির, কখন কী করবেন, কেউ জানে না। অনেকেই বলেন এমনটা। ব্যক্তি জীবনেও সেই ছাপ দেখা যায়। ১৯৯৯ সালে দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ট্রাম্পের। তারপর মেলানিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান। ২০০০ সালে রাজনীতিতে পা রাখেন। মেলানিয়ার সঙ্গে ‘ব্রেকআপ’ ঘোষণা করেন।
দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “মেলানিয়া অসাধারণ মহিলা। মহান নারী। চমৎকার। তাঁকে মিস করব।” ওই বছরই ফেব্রুয়ারিতে রিফর্ম পার্টির দৌড় থেকে সরে আসার পর ফের মেলানিয়ার সঙ্গে দেখা যায় তাঁকে। ২০০৪ সালে মেট গালায় মেলানিয়াকে বিয়ের প্রস্তাব দেন ট্রাম্প। “চমকে গিয়েছিলাম। খুশিও হয়েছিলাম খুব।” দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন মেলানিয়া। ২০০৫ সালের জানুয়ারিতে ফ্লোরিডার পাম বিচে গাঁটছড়া বাঁধেন ট্রাম্প এবং মেলানিয়া। মেলানিয়ার বিয়ের গাউন ডিজাইন করেছিলেন জন গ্যালিয়ানো। দাম ছিল ১,০০,০০০ ডলার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 23, 2025 12:39 PM IST