'ট্রাম্প মৃত' সোশ্যাল মিডিয়া তোলপাড়! কী হচ্ছে নেটদুনিয়ায়? কেন এমন ট্রেন্ড?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেশকিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়া এক্সে ঘুরে বেড়াচ্ছে একটাই কথা 'ট্রাম্প মৃত'। আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে রীতিমত ভাইরাল হয়েছে।
ওয়াশিংটন: বেশকিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়া এক্সে ঘুরে বেড়াচ্ছে একটাই কথা ‘ট্রাম্প মৃত’। আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে রীতিমত ভাইরাল হয়েছে।
যদিও এই বিষয়টি প্রথম ঘুরে ফিরে আসে গত ২৭ অগাস্ট তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয় “যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও দুর্ভাগ্যজনক পরিণতি হয় তাহলে আপনি দায়িত্বভার নেবেন?” প্রশ্নের উত্তরে অবশ্য ভান্স জানান, ট্রাম্প ৭৯ বছরের হলেও এখনও যথেষ্ট সুস্থ সবল রয়েছেন। এই প্রসঙ্গে ভান্স বলেন, “আমার বিশ্বাস তিনি যথেষ্ট সুস্থ এবং বাকি যে প্রেসিডেন্টের সময়কাল রয়েছে তা তিনি পুরোটাই স্বাভাবিকভাবেই পূরণ করবেন। কিন্তু, ভগবান না করুন যদি খারাপ কিছু ঘটে তাহলে আমি ভাবতে পারছি না।” ভান্সের এইরকম মন্তব্যের পরেই তোলপাড় শুরু হয়ে যায় নেটদুনিয়ায়।
advertisement
গত জুলাই মাস ট্রাম্পের ফোলা পায়ের ছবি সামনে আসে, যা দেখে বোঝা যায় তিনি যথেষ্ট অসুস্থ। যদিও এর আগে ট্রাম্পের ভুয়ো মৃত্যুর খবর একাধিকবার ছড়ানো হয়েছিল।
advertisement
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সেখানে পোস্ট করা হয় মারা গিয়েছেন ট্রাম্প। কিন্তু, সঙ্গে সঙ্গেই ট্রাম্প সোশ্যাল নামে আরও এক অ্যাকাউন্ট দিয়ে নিজের বেঁচে থাকার খবর জানান ট্রাম্প।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 9:28 PM IST