US Election 2020: উত্তেজিত ট্রাম্প, ধৈর্যশীল বাইডেন! কারচুপির অভিযোগে টানটান নাটক আমেরিকায়

Last Updated:

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, ডেমোক্র্যাটরা চুরি করে ভোটে জিতছে৷

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, ডেমোক্র্যাটরা চুরি করে ভোটে জিতছে৷ ভোটগ্রহণ বন্ধ হওয়ার পরেও ব্যালট জমা পড়ছে বলে অভিযোগ ট্রাম্পের৷ তুলনায় বাইডেন অবশ্য অনেকটাই শান্ত৷ নিজের সমর্থকদের ধৈর্যের ধরার জন্য প্রশংসা করেছেন তিনি৷
ভোট গণনা চলার মাঝেই নিজের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রেখেছেন বাইডেন৷ ভোটে তাঁর জয়ী হওয়ার আশা যথেষ্টই রয়েছে৷ তবে চূড়ান্ত ফলাফল বেরোতে একদিন বা তার বেশি অপেক্ষা করতে হতে পারে বলেও সমর্থকদের সতর্ক করে দিয়েছেন বাইডেন৷
advertisement
advertisement
ইতিমধ্যেই জিতে গেছেন বলে দাবি করে ট্রাম্পের করা ট্যুইট মুছে দিয়েছে ট্যুইটার৷ ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও হোয়াইট হাউসের দখল কে নেবেন, তা এখনও স্পষ্ট নয়৷ যেহেতু বিপুল সংখ্যক মার্কিন নাগরিক মেল করে ভোট দিয়েছেন, তাই প্রচুর ব্যালটের গণনা এখনও বাকি রয়েছে৷ যার জেরে ভোটগণনার পদ্ধতিও ধীর গতিতে চলছে, ফল ঘোষণায় দেরি হচ্ছে৷ ফলাফল নির্ধারণ করতে পারে এমন বেশ কিছু রাজ্যেও ভোটগণনার কাজ বিলম্বিত হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Election 2020: উত্তেজিত ট্রাম্প, ধৈর্যশীল বাইডেন! কারচুপির অভিযোগে টানটান নাটক আমেরিকায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement