মার্কিন ভোটে জয়ী জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প বললেন-‘আমি বিজয়ী হয়েছি’
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এদিন পেনসিলভেনিয়ায় জয়লাভ করেই সেই ম্যাজিক অঙ্ক জোগাড় করে ফেলতেই সুনিশ্চিত হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প জমানার অবসান ঘটিয়ে মসনদে বসতে চলেছেন বাইডেন।
#ওয়াশিংটন: ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জো বাইডেন। ৭২ ঘণ্টার জল্পনার অবসান। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হল জো বাইডেনের নাম। মার্কিন মসনদ দখলে প্রয়োজনীয় সংখ্যা ছিল ২৭০। এদিন পেনসিলভেনিয়ায় জয়লাভ করেই সেই ম্যাজিক অঙ্ক জোগাড় করে ফেলতেই সুনিশ্চিত হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প জমানার অবসান ঘটিয়ে মসনদে বসতে চলেছেন বাইডেন। তবে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজেকে বিজয়ী ঘোষণা করেন ৷ দ্য নিউইর্য়ক টাইমসের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে বাইডেনের সংগ্রহ ২৯০ টি ইলেক্টোরাল ব্যালট। ট্রাম্প শিবিরের দখলে ২১৪ টি ভোট ৷ ভোট গণনায় পরিষ্কার হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হতে চলেছেন জো বাইডেন ৷
ট্রাম্প ট্যুইটে জানিয়েছেন, ‘এই নির্বাচনে আমি জয়ী হয়েছে , তাও আবার বড় অঙ্কের পার্থক্যে ৷’ ট্যুইটার অবশ্য ট্রাম্পের ট্যুইটের সঙ্গে এই মেসেজ দিয়ে দিয়েছিল যে যখন এই ট্যুইট করা হয়েছিল তখন সম্ভবত সরকারি সূত্রের তরফে ভোটের ফলাফল বা রেজাল্ট প্রকাশ করা হয়নি ৷নির্বাচনে কারচুপির কথা ফের এবার তোলেন ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি জানিয়েছেন, ভোট কেন্দ্রের ভিতর কিছু কারচুপি করা হয়েছে ৷ এবং পেনসেলভেনিয়াতে লক্ষ লক্ষ ভোট অবৈধ ভাবে নেওয়া হয়েছে ৷
advertisement
আমেরিকার বেশ কিছু রাজ্যে এখনও ভোট গণনা চলছে ৷ জর্জিয়াতে ১৬ ইলেক্টোরাল ভোট রয়েছে এবং ৯৯ শতাংশ গণনা হয়ে গিয়েছে ৷ এখানেও বাইডেন ৪০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন ৷ নেভাদায় ৬ ইলেক্টোরাল ভোট রয়েছে ৷ এখানেও ৮৭ শতাংশ ভোট গণনা হয়ে গিয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, এখানেও বাইডেন ২২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে৷ অ্যারিজোনায় ১১ ইলেক্টোরাল ভোট রেয়েছে ৷ এখানেও ৯০ শতাংশ গণনা হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
I WON THIS ELECTION, BY A LOT!
— Donald J. Trump (@realDonaldTrump) November 7, 2020
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নাগরিককে ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন ৷ ট্যুইটে তিনি জানিয়েছেন,‘আপনারা সবাই আমাদের মহান দেশের নেতৃত্বের জন্য আমাকে নির্বাচিত করেছেন ৷ এর জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ ৷ আগামী দিনে অনেক কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে ৷ তবে আমি এটুকু কথা দিতে পারি পারি, আমি সকলের প্রেসিডেন্ট হয়ে উঠব।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2020 8:03 AM IST