আইভিএফ-এর নামে মহিলাদের শরীরে নিজের শুক্রাণু ভরতেন ডাক্তার

Last Updated:
#দ্য হেগ: তার ক্লিনিকে মহিলারা আসতেন আইভিএফ-এর মাধ্যমে গর্ভধারণ করতে৷ কিন্তু ডোনারের স্পার্মের বদলে একের পর এক মহিলাদের শরীরে নিজের শুক্রাণু ভরে দিতেন ডাক্তার৷ আর এইভাবেই ৪৯ সন্তানের বাবা হয়েছিলেন তিনি৷ ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের নিজমেগন শহরে৷
২০১৭ সালে ৮৯ বছর বয়সে মারা যান জান কারবাট নামের ওই ডাচ চিকিৎসক৷ তার আগেই ২০০৯ সালে কারচুপির অভিযোগে বন্ধ হয়ে গিয়েছিল তার রটারড্যাম ক্লিনিক৷ শুক্রবার তার ক্লিনিক থেকে আইভিএফ করিয়ে মা হওয়া ৪৯ জন মহিলার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয় নিজমেগন শহরের একটি হাসপাতাসে৷ পরীক্ষায় সেই সন্তানেরা ওই চিকিৎসকের সরাসরি বংশধর বলে জানিয়েছে ডিফেন্স ফর চিলড্রেন নামের স্বেচ্ছাসেবী সংস্থা৷ তবে জান কারবাট মৃত্যুর আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে গিয়েছিলেন বলে জানান ওই সংস্থার উপদেষ্টা ইয়ারা দে রিট৷ নিজের জীবদ্দশায় ৬০ সন্তানের বাবা হয়েছেন বলে ডিএনএ পরীক্ষাও করিয়েছিলেন নিজের৷ সেই রিপোর্ট এতদিন আদালতের কাছেই সুরক্ষিত ছিল৷
advertisement
হঠাৎই তার ক্লিনিকে চিকিৎসা করানো মহিলারা সন্তানদের পেটারনিটি টেস্ট দাবি করায় কারবাটের ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়৷ তবে তার এক সন্তান এরিক লেভার এক সংবাদপত্রকে জানিয়েছেন, "কারবাটের ওপর কোনও রাগ নেই৷ আমার মা সন্তান ধারণ করতে চেয়েছিলেন৷ কিন্তু আমার বাবার পক্ষে তা সম্ভব ছিল না৷ তাই শুক্রাণুদাতার ওপর নির্ভর করেই আমাকে জন্ম দিতে হতো৷ তিনি তো যে কেউ হতে পারেন৷"
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
আইভিএফ-এর নামে মহিলাদের শরীরে নিজের শুক্রাণু ভরতেন ডাক্তার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement