কলকাতার পুজোর চেয়ে কতখানি আলাদা বাংলাদেশের পুজো? জানুন বিশেষজ্ঞদের মত

Last Updated:

রাস্তার ধারে ফুটে থাকা সাদা কাশ ফুল জানান দিচ্ছে, পুজো এসে গেছে৷ তবে শুধু এপার বাংলা নয়, সাজো সাজো রব ওপার বাংলার পুজোগুলিতেও৷ তবে দুই বাংলার পুজোর মধ্যে কিছুটা হলেও তফাৎ রয়েছে৷ পুজোর আমেজ একরকম হলেও দুই বাংলার পুজো উদযাপনের ধরণ খানিকটা হলেও আলাদা বলে অভিমত বিশেষজ্ঞদের৷

#ঢাকা,বাংলাদেশ: রাস্তার ধারে ফুটে থাকা সাদা কাশ ফুল জানান দিচ্ছে, পুজো এসে গিয়েছে৷ গ্রাম বাংলা থেকে শহর, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে সেজে উঠছে পুজোর সাজে ৷ কোন থিমে হবে এবারের পুজো? সেই নিয়ে প্যান্ডেল গুলির ব্যস্ততা এখন তুঙ্গে ৷ বাড়ির পুজোর জন্য চলছে বাড়িকে নতুন করে সাজানোর কাজ৷
তবে শুধু এপার বাংলা নয়, সাজো সাজো রব ওপার বাংলার পুজোগুলিতেও ৷  তবে দুই বাংলার পুজোর মধ্যে কিছুটা তফাৎও রয়েছে৷ পুজোর আমেজ একরকম হলেও দুই বাংলার পুজো উদযাপনের ধরণ খানিকটা হলেও আলাদা বলে অভিমত বিশেষজ্ঞদের৷
advertisement
advertisement
বাংলাদেশের ঐতিহাসিক রবীন্দ্রনাথ ত্রিবেদী বাংলাদেশের পুজোর ইতিহাস নিয়ে লিখেছেন৷ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, বাংলাদেশের পুজো শুরু করেছিলেন রাজা কংস নারায়ণ, ১৫০০ শতাব্দীতে, বর্তমান বাংলাদেশের তাহেরপুরে৷ তবে ব্যাপক হারে পুজোর প্রচলন শুরু হয় মুলত ১৯ এবং ২০ শতকে৷ এই সময়েই থেকেই ধীরে ধীরে সার্বজনিন পুজোর প্রচলন হয়েছে৷
কলকাতার পুজোর ইতিহাসও প্রায় সমসাময়িক৷ তবে ১৯ ও ২০ এর দশক থেকেই কলকাতা হয়ে ওঠে একেবারে শহরকেন্দ্রিক সভ্যতা৷ আর তাই উৎসবের রঙেও লেগেছে শহুরে ছোঁয়া৷ এইখানেই খানিকটা আলাদা বাংলাদেশের পুজো৷
advertisement
বাংলাদেশের পুজোতে এখনও মাটির গন্ধটা অনেক বেশি৷ আমেরিকা নিবাসী বিশেষজ্ঞ অনন্যা দাস বাংলাদেশের সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন৷ তাঁর মতে ‘‘বাংলাদেশের সমাজ মূলত গ্রামীণ ও কৃষিপ্রধান। কলকাতার এর ঠিক বিপরীত, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শহরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে, ঢাকার ক্ষেত্রে তা ঘটেনি।’’
advertisement
বাংলাদেশের বাসিন্দাদের মতে, কলকাতার পুজোয় আড়ম্বর অনেক বেশি৷ জাঁকজমকও খানিকটা বেশি৷ সেই তুলনায় বাংলাদেশে জাঁকজমক হয়তো খানিকটা কম, তবে বাংলাদেশের পুজোয় এখনও প্রাচীন ভাবটা রয়ে গিয়েছে৷ সিলেটের একটি পারিবারিক পুজো প্রায় ৩৫০ বছরের৷ এখনও সেই ৩৫০ বছরের প্রাচীন নিয়মকানুনগুলো প্রায় সব-ই বজায় রেখেছে সেই পরিবার৷ এমন উদাহরণ অসংখ্য৷ প্যান্ডেল গুলিতেও একই ছবি৷ সেখানেও থিমের পরিবর্তে সাবেকিয়ানার ছোঁয়া৷
advertisement
কলকাতার পুজোয় এখন থিমের রমরমা৷ মায়ের মুর্তিতেও এসেছে অনেক নতুনত্বের ছোঁয়া৷ সর্ষে, পোস্ত থেকে শুরু করে প্ল্যাস্টিকের বোতল কিংবা বোতলের ছিপি, হরেক রকমের জিনিস দিয়ে আজকাল তৈরি হয় প্যান্ডেল ৷ আধুনিকতার স্পর্শ থাকে মুর্তিতেও ৷ এখানেই অনেকটা আলাদা বাংলাদেশ৷ সাবেকিয়ানাকে সঙ্গী করে সেই পুরোনো স্বাদ বজায় রেখেছে ওপার বাংলা৷ মায়ের মুর্তিও তৈরি হয় সাবেকি আদলেই৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কলকাতার পুজোর চেয়ে কতখানি আলাদা বাংলাদেশের পুজো? জানুন বিশেষজ্ঞদের মত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement