কলকাতার পুজোর চেয়ে কতখানি আলাদা বাংলাদেশের পুজো? জানুন বিশেষজ্ঞদের মত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
রাস্তার ধারে ফুটে থাকা সাদা কাশ ফুল জানান দিচ্ছে, পুজো এসে গেছে৷ তবে শুধু এপার বাংলা নয়, সাজো সাজো রব ওপার বাংলার পুজোগুলিতেও৷ তবে দুই বাংলার পুজোর মধ্যে কিছুটা হলেও তফাৎ রয়েছে৷ পুজোর আমেজ একরকম হলেও দুই বাংলার পুজো উদযাপনের ধরণ খানিকটা হলেও আলাদা বলে অভিমত বিশেষজ্ঞদের৷
#ঢাকা,বাংলাদেশ: রাস্তার ধারে ফুটে থাকা সাদা কাশ ফুল জানান দিচ্ছে, পুজো এসে গিয়েছে৷ গ্রাম বাংলা থেকে শহর, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে সেজে উঠছে পুজোর সাজে ৷ কোন থিমে হবে এবারের পুজো? সেই নিয়ে প্যান্ডেল গুলির ব্যস্ততা এখন তুঙ্গে ৷ বাড়ির পুজোর জন্য চলছে বাড়িকে নতুন করে সাজানোর কাজ৷
তবে শুধু এপার বাংলা নয়, সাজো সাজো রব ওপার বাংলার পুজোগুলিতেও ৷ তবে দুই বাংলার পুজোর মধ্যে কিছুটা তফাৎও রয়েছে৷ পুজোর আমেজ একরকম হলেও দুই বাংলার পুজো উদযাপনের ধরণ খানিকটা হলেও আলাদা বলে অভিমত বিশেষজ্ঞদের৷
advertisement
advertisement
বাংলাদেশের ঐতিহাসিক রবীন্দ্রনাথ ত্রিবেদী বাংলাদেশের পুজোর ইতিহাস নিয়ে লিখেছেন৷ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, বাংলাদেশের পুজো শুরু করেছিলেন রাজা কংস নারায়ণ, ১৫০০ শতাব্দীতে, বর্তমান বাংলাদেশের তাহেরপুরে৷ তবে ব্যাপক হারে পুজোর প্রচলন শুরু হয় মুলত ১৯ এবং ২০ শতকে৷ এই সময়েই থেকেই ধীরে ধীরে সার্বজনিন পুজোর প্রচলন হয়েছে৷
কলকাতার পুজোর ইতিহাসও প্রায় সমসাময়িক৷ তবে ১৯ ও ২০ এর দশক থেকেই কলকাতা হয়ে ওঠে একেবারে শহরকেন্দ্রিক সভ্যতা৷ আর তাই উৎসবের রঙেও লেগেছে শহুরে ছোঁয়া৷ এইখানেই খানিকটা আলাদা বাংলাদেশের পুজো৷
advertisement
বাংলাদেশের পুজোতে এখনও মাটির গন্ধটা অনেক বেশি৷ আমেরিকা নিবাসী বিশেষজ্ঞ অনন্যা দাস বাংলাদেশের সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন৷ তাঁর মতে ‘‘বাংলাদেশের সমাজ মূলত গ্রামীণ ও কৃষিপ্রধান। কলকাতার এর ঠিক বিপরীত, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শহরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে, ঢাকার ক্ষেত্রে তা ঘটেনি।’’
advertisement
বাংলাদেশের বাসিন্দাদের মতে, কলকাতার পুজোয় আড়ম্বর অনেক বেশি৷ জাঁকজমকও খানিকটা বেশি৷ সেই তুলনায় বাংলাদেশে জাঁকজমক হয়তো খানিকটা কম, তবে বাংলাদেশের পুজোয় এখনও প্রাচীন ভাবটা রয়ে গিয়েছে৷ সিলেটের একটি পারিবারিক পুজো প্রায় ৩৫০ বছরের৷ এখনও সেই ৩৫০ বছরের প্রাচীন নিয়মকানুনগুলো প্রায় সব-ই বজায় রেখেছে সেই পরিবার৷ এমন উদাহরণ অসংখ্য৷ প্যান্ডেল গুলিতেও একই ছবি৷ সেখানেও থিমের পরিবর্তে সাবেকিয়ানার ছোঁয়া৷
advertisement
কলকাতার পুজোয় এখন থিমের রমরমা৷ মায়ের মুর্তিতেও এসেছে অনেক নতুনত্বের ছোঁয়া৷ সর্ষে, পোস্ত থেকে শুরু করে প্ল্যাস্টিকের বোতল কিংবা বোতলের ছিপি, হরেক রকমের জিনিস দিয়ে আজকাল তৈরি হয় প্যান্ডেল ৷ আধুনিকতার স্পর্শ থাকে মুর্তিতেও ৷ এখানেই অনেকটা আলাদা বাংলাদেশ৷ সাবেকিয়ানাকে সঙ্গী করে সেই পুরোনো স্বাদ বজায় রেখেছে ওপার বাংলা৷ মায়ের মুর্তিও তৈরি হয় সাবেকি আদলেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2022 5:37 PM IST