Dhaka Plane Crash: ঢাকার স্কুলের উপর যুদ্ধবিমান ভেঙে প্রাণ গেল বহু পড়ুয়ার! মৃত বেড়ে ১৯, আহত অন্তত ৫০

Last Updated:

শনিবার দুপুরে ঢাকার উত্তরা এলাকার একটি স্কুল ভবনের উপরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এফ-৭ যুদ্ধ বিমানটি৷

ঢাকার স্কুলের বাইরে পরিজনদের হাহাকার৷
ঢাকার স্কুলের বাইরে পরিজনদের হাহাকার৷
ঢাকার স্কুলে সেনাবাহিনীর যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হল৷ আহতের সংখ্যা আরও অন্তত ৫০৷ তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ মৃত এবং আহতদের মধ্যে অনেক স্কুল পড়ুয়াও রয়েছে৷
শনিবার দুপুরে ঢাকার উত্তরা এলাকার একটি স্কুল ভবনের উপরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এফ-৭ যুদ্ধ বিমানটি৷ বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়৷ ফলে আগুন গ্রাস করে স্কুল ভবনটিকেও৷
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী, দুপুরবেলা যে সময় বিমানটি ভেঙে পড়ে, তখন ওই স্কুলটি সবে ছুটি হয়েছিল৷ অনেক পড়ুয়া স্কুল ভবন ছেড়ে বেরিয়ে গেলেও বেশ কিছু পড়ুয়া তখনও স্কুলের ভিতরে ছিল৷
advertisement
advertisement
মাইলস্টোন নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিতরে কলেজ এবং স্কুল ভবন ছিল৷ হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে৷ দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামে বাংলাদেশের সেনাবাহিনী৷ স্কুলের ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য নিয়ে আসা হয় হেলিকপ্টারও৷ দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলটেরও মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, প্রশিক্ষণের সময়ই চিনে তৈরি ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে৷
advertisement
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল ভবনের বাইরে ভিড় করেন পড়ুয়াদের উদ্বিগ্ন অভিভাবকরাও৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dhaka Plane Crash: ঢাকার স্কুলের উপর যুদ্ধবিমান ভেঙে প্রাণ গেল বহু পড়ুয়ার! মৃত বেড়ে ১৯, আহত অন্তত ৫০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement