#DeleteFacebook: হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতার টুইট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
Last Updated:
#DeleteFacebook ৷ এই হ্যাশট্যাগ রীতিমত হইচই ফেলে দিয়েছে টুইটারে ৷ ফেসবুক বন্ধ করার দাবিতে উঠেপড়ে লেগেছেন সকলে ৷
#ওয়াশিংটন: #DeleteFacebook ৷ এই হ্যাশট্যাগ রীতিমত হইচই ফেলে দিয়েছে টুইটারে ৷ ফেসবুক বন্ধ করার দাবিতে উঠেপড়ে লেগেছেন সকলে ৷ এমনকী, টুইটার ট্রেন্ডেও একেবারে প্রথমের সারিতে উঠে এসেছে এই হ্যাশট্যাগ বিপ্লব ৷ কিন্তু এই বিপ্লব ঘটনোর আসল কারণটি ঠিক কি ?
বিপ্লবের সূত্রপাত বিরেইন অ্যাক্টনের টুইটার অ্যাকাউন্ট থেকে ৷ ভারতীয় সময় অনুযায়ী, ভোর সাড়ে চারটে নাগাদ হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা বিরেইন টুইটারে ‘It is time. #deletefacebook’ পোস্ট করেন ৷ বেরেইন টুইটারে তাঁর ফলোয়ারদের উদ্দেশে বলেন, এটিই সঠিক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার ৷
সম্প্রতি ফেসবুক নিয়ে একটি সমীক্ষা প্রকাশ্যে আসে ৷ কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থা সোশ্যাল নেটওয়ার্ক থেকে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করছে ৷ গত দু’দিন ধরে একাধিক নিউজ চ্যানেলের স্টিং অপারেশনে উঠে এসেছে এই তথ্য ৷ প্রায় ৫০ মিলিয়ন মানুষের তথ্য নিয়ে নয়ছয় করেছে ওই সংস্থাটি ৷
advertisement
advertisement
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেমব্রিজ অ্যানালিটিকা রিসার্চের প্রধান ক্রিস্টোফার উইলি সম্পূর্ণ বিষয়টি ফাঁস করেন ৷ কীভাবে আপনার ব্যক্তিগত তথ্যই আপনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া ফেলবে তা শুনলে হতবাক হবেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2018 5:03 PM IST