মৃত বেড়ে ২৮০, বছরশেষে সুনামিতে 'মৃত্যুপুরী' ইন্দোনেশিয়া

Last Updated:

এবারের সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবেই এ দিনের সুনামির কারণ। সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

#জাকার্তা: বেড়েই চলেছে ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা৷ সোমবার সংখ্যাটা ছুঁল ২৮০৷ শনিবারের রাতের ভয়াবহ সুনামিতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার বহু হোটেল, বাড়ি ও সমুদ্র সৈকত সংলগ্ন বিভিন্ন নির্মাণ৷
ক্রাকাতোয়ায় অগ্নুৎপাতের জেরে এই সুনামি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷ এবারের সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবেই এ দিনের সুনামির কারণ। অগ্নুত্‍‌‍পাতের জেরে ধস থেকেই কম্পন ও তা থেকে সুনামি বলে মনে করা হচ্ছে৷ সরকার জানিয়েছে জানান, কোনও রকম পূর্বাভাস ছাড়াই সুনামির কারণে ৩ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। এর ফলে সুন্দা প্রণালির দ্বীপগুলি ছাড়াও দক্ষিণ সুমাত্রা ও পশ্চিম জাভা প্রদেশের অনেক এলাকা প্লাবিত হয়েছে। দুর্গত অনেক এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেননি। চূড়ান্তভাবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
advertisement
ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, রবিবার বিকাল ৪টা পর্যন্ত প্রাপ্ত হিসাবে সুনামির কারণে সুমাত্রা ও জাভার সমুদ্র তীরবর্তী এলাকায় ৫৬৬টি বসতবাড়ি ও নটি আবাসিক হোটেল বিধ্বস্ত হয়েছে। এছাড়া ৬০টি খাবারের দোকান ও ৩৫০টি নৌকা জলোচ্ছ্বাসে ভেসে গেছে৷ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এক টুইট বার্তায় সুনামিতে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বাত্মক উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
advertisement
advertisement
ভূপৃষ্ঠের তিনটি মহাদেশীয় প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া এমনিতেই ভূকম্পন ও অগ্ন্যুৎপাতের বাড়তি ঝুঁকিতে রয়েছে। দেশটিতে রয়েছে কমপক্ষে ১৩০টি অগ্নিগিরি, যা কিনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কথিত অগ্নিবৃত্তের (প্যাসিফিক রিং অব ফায়ার) অংশ।
সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাবার পাডেংল্যাং অঞ্চলের বানতেন এলাকা ৷ এখানেই রয়েছে উজাং কুলোন ন্যাশনাল পার্ক ৷ ৩৩ জনের মৃত্যুর খবর মিলেছে এই এলাকা থেকেই ৷ সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে ৷ দুর্গতদের নিয়ে আসা হয়েছে স্থানীয় মসজিদে৷ ২০০৪ সালে ভয়ঙ্কর এক সুনামির আঘাতে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়া। মারা যান ১,২০,০০০ জন মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মৃত বেড়ে ২৮০, বছরশেষে সুনামিতে 'মৃত্যুপুরী' ইন্দোনেশিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement