চাঁদে যাওয়ার ফ্রি টিকিট! আবেদনপত্র চাইলেন বিলিয়নেয়ার ইউসাকু মাইজাওয়া

Last Updated:

এর মধ্যেই এক লাখের উপর আবেদনপত্র জমা পড়েছে ২১৬ টি দেশ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ভারত থেকে।

#জাপান :  আপনি কী চন্দ্রাহত? খুব কাছ থেকে দেখার স্বপ্ন দেখেন তাকে? উত্তর যদি 'হ্যাঁ' হয়, তবে আর দেরি না করে একটা আবেদনপত্র পাঠিয়ে দিন ইউসাকু মাইজাওয়ার ওয়েব সাইটে। কে বলতে পারে আপনিই হয়ত হতে পারেন সেই আটজন ভাগ্যবানের একজন, ইউসাকুর সঙ্গে যাঁরা পাড়ি জমাবেন চাঁদে!
হ্যাঁ। তাঁর 'ডিয়ার মুন' মিশনে তাঁর সঙ্গী হওয়ার ‘ওপেন’ অফার দিয়ে রাখলেন জাপানের অন্যতম সফল ব্যবসায়ী ইউসাকু মাইজাওয়া। যাঁরা অ্যাডভেঞ্চার ভালবাসেন, তাঁদের জন্য এই অফার বছর পঁয়তাল্লিশের জাপানি বিলিয়নেয়ারের।
advertisement
advertisement
আর এ তো আর যে সে অভিযান নয়। অবশ্যই দুঃসাহসিক অ্যাডভেঞ্চার। সোজা চাঁদে যাওয়ার অ্যাডভেঞ্চার। চাঁদে নামবেন না। পৃথিবী থেকে চাঁদে রওনা দিয়ে তাকে প্রদক্ষিণ করে আবার ফিরে আসবেন।
২০২৩-এ এলন মাস্কের মুন মিশনের শরিক হবেন ইউসাকু। কিন্তু এর সঙ্গে যে কাজটা করেছেন সেটা হল, ওই মিশনে সবক’টি আসনই তিনি বুক করেছেন। এর অর্থ ওই মিশন ব্যক্তিগত মিশন। যার নেতৃত্ব তিনি দেবেন।
advertisement
একা চাঁদে যাবেন না ইউসাকু। সঙ্গে আটজনের একটা দল নিয়ে যেতে চান। এই দলের সদস্যরা গোটা দুনিয়া থেকে ওই মিশনে যোগ দেবেন। যেমনটা বিভিন্ন অ্যাডভেঞ্চার গল্পে থাকে।
এজন্য রীতিমতো বিজ্ঞাপন দিলেন ইউসাকু। গোটা দুনিয়ার যে কেউ এই মুন মিশনের শরিক হতে আবেদন করতে পারেন। শুধু তাঁকে উদ্ভাবনী কিছু করার মানসিকতা রাখতে হবে। সঙ্গে টিমম্যান হতে হবে। শুধু মাত্র আটটি আসন খালি আছে।
advertisement
https://twitter.com/yousuckMZ/status/1366872890390454272
আবেদন করার জন্য ইউসাকু মাইজাওয়ার ওয়েবসাইটে যেতে হবে। ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাই ২১ মার্চ। পুরোটাই হবে অনলাইনে। অনলাইন ইন্টারভিউ এবং মেডিক্যাল ইন্টারভিউ মে মাসের শেষ ভাগে।
এর মধ্যেই এক লাখের উপর আবেদনপত্র জমা পড়েছে ২১৬ টি দেশ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ভারত থেকে।
advertisement
এর আগে চাঁদে মানুষের পা পড়েছে। কিন্তু চাঁদ প্রদক্ষিণ করেনি কেউ। সেই অর্থে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া অভিযাত্রী দলের নেতৃত্ব দিতে চান ইউসাকু।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
চাঁদে যাওয়ার ফ্রি টিকিট! আবেদনপত্র চাইলেন বিলিয়নেয়ার ইউসাকু মাইজাওয়া
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement