মার্সিডিজে পাখির বাসা, গাড়ি চড়াই বন্ধ করে দিলেন দুবাইয়ের রাজকুমার

Last Updated:

খোদ রাজকুমারের নির্দেশের অমান্য করে এমন সাধ্যি কার! ফলে নিশ্চিন্তে দামি মার্সিডিজের বনেটেই ডিম পেড়েছিল মা পাখিটি৷ পরম যত্নে ডিমে তা দিয়েছে সে৷

#দুবাই: গাড়ির বনেটে বাসা বেঁধেছে দু'টি পাখি৷ তাও যে সে গাড়ি নয়, সংসার পাতার জন্য একেবারে দুবাইয়ের রাজপুত্র শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌমের বহুমূল্য মার্সিডিজ বেঞ্জের বনেটকেই বেছে নিয়েছিল ঘুঘু দম্পতি৷ হয়তো তাদের কাছেও খবর ছিল, পরিবেশপ্রেমী দুবাইয়ের রাজকুমার সহজে তাদের সেখান থেকে উৎখাত করবেন না!
শুনতে মজা লাগলেও বাস্তবে সত্যিই এমনটা করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স৷ নিজের দামি মার্সিডিজের উপরে পাখির বাসা দেখে বেশ কিছুদিনের জন্য ওই গাড়িতে চড়াই বন্ধ করে দেন তিনি৷ শুধু তাই নয়, গাড়িটি সাদা এবং লাল টেপ দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দেন তিনি৷ এমনকী, নিজের কর্মচারীদের গাড়িটির আশপাশে যেতেও নিষেধ করেন, পাছে পাখিগুলি বিরক্ত হয়!
advertisement
খোদ রাজকুমারের নির্দেশের অমান্য করে এমন সাধ্যি কার! ফলে নিশ্চিন্তে দামি মার্সিডিজের বনেটেই ডিম পেড়েছিল মা পাখিটি৷ পরম যত্নে ডিমে তা দিয়েছে সে৷ সম্প্রতি ডিম ফুটে বেরিয়ে এসেছে পাখির বাচ্চা৷ এর প্রতিটি মুহূর্তই দূর থেকে বসানো ক্যামেরায় রেকর্ড করিয়েছেন দুবাইয়ের রাজকুমার৷ বুধবার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি৷ সঙ্গে লিখেছেন, 'এক এক সময় জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলি প্রত্যাশাকেও ছাপিয়ে যায়!'
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Fazza (@faz3) on

advertisement
বলার অপেক্ষা রাখে না, এমন সুন্দর ভিডিও আর দুবাইয়ের রাজকুমারের মানবিক আচরণে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা৷ ভিডিওটি শেয়ার করার একদিনের মধ্যে সেটির ভিউ ১৫ লক্ষ ছাড়িয়েছে৷ ইনস্টাগ্রামে Fazza নামে জনপ্রিয় দুবাইয়ের রাজকুমার৷ তার প্রায় ১ কোটি ফলোয়ারও রয়েছে৷ এমনিতেই পরিবেশপ্রেমী হিসেবে খুবই জনপ্রিয় তিনি৷ এই ভিডিও দেখার পর দুবাইয়ের ক্রাউন প্রিন্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ফলোয়ার থেকে শুরু করে অন্যান্য সবাই৷ একজন মজা করে লিখেছেন, 'পাখিটি সত্যিই ভাগ্যবান৷'
বাংলা খবর/ খবর/বিদেশ/
মার্সিডিজে পাখির বাসা, গাড়ি চড়াই বন্ধ করে দিলেন দুবাইয়ের রাজকুমার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement