Covid Vaccine: করোনা টীকায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, আদালতে স্বীকার করে নিল ‘অ্যাস্ট্রোজেনেকা’
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি। কোভিশিল্ড ছাড়াও ভ্যাক্সেজেরিয়া নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল ওই সংস্থা। তবে ভারতে কোভিশিল্ড-ই বেশি ব্যবহৃত।
লন্ডন: করোনা টীকায় পার্শ্বপ্রতিক্রিয়া আছে, আদালতে স্বীকার করে নিল ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ‘অ্যাস্ট্রোজেনেকা’। ভ্যাক্সিন দেওয়ার ফলে মানব শরীরে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত একটি বিরল সমস্যা দেখা দিতে পারে, মেনে নিল সংস্থা। গত ফেব্রুয়ারিতে ইউকে-র আদালতে জমা দেওয়া এক নথিতে ‘অ্যাস্ট্রোজেনেকা’ জানিয়েছিল, তাদের তৈরি করা কোভিড ভ্যাক্সিনের কারণে অতি বিরল রোগ ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ (টিটিএস)-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। এই রোগে আক্রান্ত হলে রক্তে প্লেটলেটস-এর পরিমাণ পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি। কোভিশিল্ড ছাড়াও ভ্যাক্সেজেরিয়া নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল ওই সংস্থা। তবে ভারতে কোভিশিল্ড-ই বেশি ব্যবহৃত। এই প্রথমবার নয়। এর আগেও কোভিশিল্ড ভ্যাক্সিনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসে, ডাক্তারি পরিভাষায় যাকে বলে ভ্যাকসিন-ইনডিউসড ইমিউন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া (VITT)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2024 1:52 PM IST