বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাড়াল, মৃত ৪ লক্ষ ৭১ হাজারের বেশি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাড়াল। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ৭৩ হাজার ৩৮৬। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭১ হাজার ৫৯১। আর ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯১ লক্ষ ৪৬ হাজার ১৫১, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ২৬০ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ লক্ষ ২১ হাজার ৮৯৯ জন।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৩৯৩ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ১০ হাজার ৭৮৬ । আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৬ হাজার ৪৭০ জন, মৃত্যু হয়েছে ৫১ হাজার ২৭১ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৫ লক্ষ ৯১ হাজার ৪৬৫ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৮ হাজার ১৯৬ জনের। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে ভারত। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ২৮২। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯৯ জনের। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৭৬১। মৃত্যু হয়েছে ৪২,৭৩১ জনের।
advertisement

advertisement
বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ৬ নম্বরে উঠে এসেছে পেরু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ, ৫৭ হাজার ৪৪৭ জন। পেরুতে মৃত্যু হয়েছে ৮ হাজার ২২৩ জনের। আক্রান্তের নিরিখে স্পেনকে ছাড়িয়ে গিয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৯৬৩ জন, মৃতের সংখ্যা ৪,৫০২। স্পেনে ২ লক্ষ ৪৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৮,৩২৪ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৫৭ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজারের বেশি। সেই সঙ্গে আক্রান্তের নিরিখে ফ্রান্স আর জার্মানিকে ছাড়িয়ে গিয়েছে ইরান। ইরানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭ হাজার ৫২৫ জন, মৃতের সংখ্যা ৯,৭৪২। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৭ জাহার ৩৮১ জন আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৬৬ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯১ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৮৯৯ জনের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2020 8:19 AM IST