ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে করোনা রোগীর রক্ত, জমাট বাঁধছে শরীরে ভিতর...নতুন লক্ষণে তোলপাড়

Last Updated:
#নিউ ইয়র্ক: কিছুতেই রোখা যাচ্ছে না মারণ ভাইরাস । একের পর এক প্রাণ কাড়ছে মানুষের...রেখে যাচ্ছে আতঙ্ক আর হাহাকার । দেশে-বিদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । লকডাউনে ধ্বসে পড়ছে অর্থনীতি । বিজ্ঞানীরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই রোগের প্রতিষেধক বের করার । চলছে পরীক্ষা-নিরীক্ষাও । কিন্তু যুদ্ধে জেতা সম্ভব হয়নি এখনও । তার প্রধান কারণ হল, এ এমনই ভাইরাস যে বারংবার বদলে ফেলছে নিজের আকার, গঠন, জিনের বিন্যাস । ফলে বারবার বদলে যাচ্ছে রোগের গতিপ্রকৃতি, রোগের ধরন, লক্ষণ ।
এবার দেখা গেল করোনা রোগীর রক্ত শরীরে মধ্যেই ঘন আর মোটা হয়ে যাচ্ছে । বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে তা জমাট বেঁধে যাচ্ছে । ঘটনাটি দেখা গিয়েছে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে । সেখানে ভর্তি এক করোনা আক্রান্তের দেহে এমনই লক্ষণ লক্ষ্য করেছেন চিকি‍ৎসকরা । সেখানকার এক নেফ্রোলজিস্ট জানিয়েছেন, ডায়লিসিসের সময় ওই ক্যাথেটারে রক্ত জমাট বেঁধে যায় । এরপর দেখা যায়, ওই ব্যক্তির ফুসফুসেও রক্ত জমাট বেঁধে গিয়েছে । এর ফলে ওই ব্যক্তির স্ট্রোক পর্যন্ত হয়ে যায় । এরপরেই সমস্ত চিকিৎসকের পরামর্শে ওই রোগীকে রক্ত তরল করার ওষুধ দেওয়া হয় ।
advertisement
এরপর ওই হাসপাতালের আরও বহু রোগীর মধ্যে একই লক্ষণ দেখতে পাওয়া যায় । তাঁদের মধ্যে অনেকেরই বয়স ৪০-এর নীচে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে করোনা রোগীর রক্ত, জমাট বাঁধছে শরীরে ভিতর...নতুন লক্ষণে তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement