বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.২ কোটি ছড়াল, মৃতের সংখ্যা বেড়ে ৫,৫৭,৩৯৫

Last Updated:

এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার, সেখানে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ ১৪ হাজার ৭৪৫

#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লক্ষ ৮৭ হাজার ৪২০। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৭ হাজার ৩৯৫। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ লক্ষ ৮৭ হাজার ৩৮৯ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লক্ষ ৩২ হাজার ৭৪৫, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৩০৪।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২৪১ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ ১৪ হাজার ৭৪৫। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৫৫ হাজার ৭৭৯ জন, মৃত্যু হয়েছে ৬৯ হাজার ১৮৪ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬ আর মৃতের সংখ্যা ২১ হাজার ১২৯ জন।
advertisement
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৬ হাজার ২৪০ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১০ হাজার ৮২৬ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ১৬ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১৪ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ২১৬ জন, মৃতের সংখ্যা ৬,৬৮২।
advertisement
মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৬৮৭ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৯ হাজার ১৫৪। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮২ হাজার ২৮৩ জন, মৃতের সংখ্যা ৩৩,৫২৬। স্পেনে ২ লক্ষ ৫৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৮,৪০১ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৯২৬ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজারের বেশি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.২ কোটি ছড়াল, মৃতের সংখ্যা বেড়ে ৫,৫৭,৩৯৫
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement