বিশ্বে করোনা আক্রান্ত ৩৭ লক্ষের বেশি, মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল ব্রিটেন

Last Updated:

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে আরও ৬৯৩ জন।

#লন্ডন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সঙ্গে দাঁড়িয়েছে ২লক্ষ ৫২ হাজার। ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে আরও ৬৯৩ জন। এই বৃদ্ধির জেরে মোট মৃতের সংখ্যা  ২৯ হাজার ৪২৭ মানুষ। আর এর ফলে করোনা মহামারিতে মৃত্যুতে ইতালিকে টোপকে গিয়েছে ব্রিটেন। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। ইউরোপে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় এখন শীর্ষে ব্রিটেন ৷
মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৭ জন জানালেও ব্রিটিশ সরকারের প্রকাশ করা তথ্য অনুযায়ী ব্রিটেনে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৪৮ জনের। অন্যদিকে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে মৃত্যু হয়েছে আরও ২ হাজার ৬৬৫ জনের। এই সব সংখ্যা যোগ করলে যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ৩২ হাজার ৩১৩।
advertisement
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ি- দেশে এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৮৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৯৯০ জন।
advertisement
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে তারা। ইতিমধ্যেই আমেরিকায় মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্ত ৩৭ লক্ষের বেশি, মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল ব্রিটেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement