বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০.৮ মিলিয়ান ছড়াল, মৃতের সংখ্যা বেড়ে ৫,২০,৬৩৪

Last Updated:

আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জনের।

#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লক্ষ ৩৬ হাজার ৫০০। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২০ হাজার ৬৩৪। আর ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লক্ষ ৮৪ হাজার ৭৩৫, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৩৬ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ লক্ষ ৪০ হাজার ৬৪৯ জন।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ৩৫ হাজার ৫৫৪। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ৮৫৮ জন, মৃত্যু হয়েছে ৬১ হাজার ৮৮৪ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৬ লক্ষ ৬০ হাজার ২৩১ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬৮ জনের। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে ভারত। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ‌৪ হাজার ৬৪১। ‌মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৩৪ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে উঠে এসছে পেরু। সেখানে মোট ২ লক্ষ ৯২ হাজার ৪ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৫ জনের।
advertisement
advertisement
মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮০ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ২৬৬। আক্রান্তের নিরিখে ৭ নম্বরে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৫৪১ জন, মৃতের সংখ্যা ৫,৯২০। স্পেনে ২ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৮,৩৬৮ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮১৮ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪০ হাজারের বেশি। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ৫১১ জন, মৃতের সংখ্যা ২৯,১৮৯।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০.৮ মিলিয়ান ছড়াল, মৃতের সংখ্যা বেড়ে ৫,২০,৬৩৪
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement