বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.১ কোটি ছড়াল, মৃতের সংখ্যা বেড়ে ৫,৩৫,৭৭৬

Last Updated:

এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে চলে এল ভারত

#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ৫৬ হাজার ৬৪১। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৫ হাজার ৭৭৬। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ লক্ষ ৩৪ হাজার ৮৫১ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৪ হাজার ৯৮১, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৬৭২।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯০৬ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার ১৩০। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩ হাজার ৫৫ জন, মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৮৬৭ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এবার রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। রবিবার সন্ধেয় স্বাস্থ্যমন্ত্রক সূত্র অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৬ লক্ষ ৯০ হাজাররেও বেশি। এই পরিসংখ্যানের জেরেই এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে চলে এল ভারত।
advertisement
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৬ লক্ষ ৮০ হাজার ২৮৩ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১০ হাজার ১৪৫ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে উঠে এসছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ২ হাজার ৭১৮ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৯ জনের।
advertisement
মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩০৫ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৯৩১। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৫৩২ জন, মৃতের সংখ্যা ৬,৩০৮। স্পেনে ২ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৮,৩৮৫ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৬১জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪১ হাজারের বেশি। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৮৪৮ জন, মৃতের সংখ্যা ৩০,৬৩৯।
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.১ কোটি ছড়াল, মৃতের সংখ্যা বেড়ে ৫,৩৫,৭৭৬
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement