ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা! গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত ২ লক্ষ ৭৫ হাজার, মৃত ৬ হাজার ৩০০ জন

Last Updated:

আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৩৪ হাজার ছাড়াল, ব্রাজিলে মৃতের সংখ্যা ৮৪ হাজারের বেশি ৷

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৫ হাজার জন, আর এই বৃদ্ধির জেরে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০০ জনের, সেই সঙ্গে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আমেরিকায় সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার, ব্রাজিলে ৫৮ হাজার আর ভারতে ৪৮ হাজার জন।
ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ৫১ হাজার ৬০৫। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৪। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ লক্ষ ৩৫ হাজার ২০৯ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৪ লক্ষ ৩৯ হাজার ৪৫৬, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩১ হাজার ৯২৬।
advertisement
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪০ লক্ষ ৩৪ হাজার ৮৩১। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২৪২ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৮ হাজার ৪৭৫ জন, মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৮২ জনের। মৃতের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১২ লক্ষ ৩৮ হাজার ৭৯৮ আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৮৬১ জন।
advertisement
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৯৩ হাজার ৭২০ জন মানুষ করোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৭৩ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা । সেখানে মোট ৪ লক্ষ ৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে পেরু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৯৬ জন ৷ মৃতের সংখ্যা ১৭,৬৫৪। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৭১২ জন, মৃতের সংখ্যা ৪১,৯০৮। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৬৩৯ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৭২১।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা! গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত ২ লক্ষ ৭৫ হাজার, মৃত ৬ হাজার ৩০০ জন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement