বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ মিলিয়ান ছুঁইছুঁই, মৃতের সংখ্যা ৬ লক্ষ ৩৮ হাজারের বেশি

Last Updated:

এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার।

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ মিলিয়াম ছুঁইছুঁই। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লক্ষ ৪০ হাজার ৩৭৯। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪২ হাজার ৬৮৮। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ লক্ষ ২৩ হাজার ৯৪৯ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ৬৮ হাজার ৩৮০, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ২৪৩।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ ৬ হাজার ৩৪৬। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৩৩ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৮৭ হাজার ৪৭৫ জন, মৃত্যু হয়েছে ৮৫ হাজার ২৩৮ জনের। মৃতের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১২ লক্ষ ৮৮ হাজার ১০৮ আর মৃতের সংখ্যা ৩০ হাজার ৬০১ জন।
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৯৯ হাজার ৪৯৯ জন মানুষ করোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা । সেখানে মোট ৪ লক্ষ ২১ হাজার ৯৬৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৬হাজার ৩৪৩ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে মেক্সিকো । সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ২৮৫ জন ৷ মৃতের সংখ্যা ৪২,৬৪৫। পেরুতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার ৯৬১ জন, মৃতের সংখ্যা ১৭,৮৩৪। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৭৬২ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৫০০।
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ মিলিয়ান ছুঁইছুঁই, মৃতের সংখ্যা ৬ লক্ষ ৩৮ হাজারের বেশি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement