বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছুঁইছুঁই, মৃত ৪ লক্ষ ৩৫ হাজারের বেশি

Last Updated:

আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৩ হাজার ৫০৮

#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছুঁইছুঁই। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকারের অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লক্ষ ৮৪ হাজার ৪৩২। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১৭৭। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ লক্ষ ৪ হাজার ৩৭৩ জন।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৭৩২ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৩ হাজার ৫০৮ । আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়েছে, এখন মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৭ হাজার ৬২৪ জন, মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৩৩২ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৫ লক্ষ ২৮ হাজার ২৬৭ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩৮ জনের। মৃত্যুর নিরিখে খারাপ পরিস্থিতি ব্রিটেনেও। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ছাপিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪১,৭৮৩ জনের। ব্রিটেনকে পিছনে ফেলে আক্রান্তের নিরিখে চার নম্বরে উঠে এল ভারত। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ‌২০ হাজার ৯২২। ‌মৃত্যু হয়েছে ৯ হাজার ১৯৫ জনের।
advertisement
advertisement
স্পেনে ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৭,৪১০ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৪৫ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজারের বেশি। পেরুতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৭৩৬ জন আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৮৮ জনের। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৪ জাহার ১৫৩ জন আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১০ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৭ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৮০১ জনের।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছুঁইছুঁই, মৃত ৪ লক্ষ ৩৫ হাজারের বেশি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement