‘সব দেশ একসঙ্গে লড়াই করলেই করোনা থেকে মুক্তি সম্ভব’: নরেন্দ্র মোদি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
মোদির কথায়, করোনা ভাইরাসের দাপট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় বিপর্যয় ৷ মানবজাতির কাছে এই পরিস্থিতি বড়মাপের চ্যালেঞ্জ ৷
#রিয়াদ: শনিবার জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার সঙ্গে তুলনা করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিপর্যয়ের কথা ৷ মোদির কথায়, করোনা ভাইরাসের দাপট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় বিপর্যয় ৷ মানবজাতির কাছে এই পরিস্থিতি বড়মাপের চ্যালেঞ্জ ৷
এদিন সম্মলনে মোদি আরও বলেন, করোনার সময় গোটা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে এক নতুন আঙ্গিকের সঞ্চার হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম ৷ আর বিশ্বজুড়ে ডিজিটাল ক্ষেত্রে বিপ্লবের ফলেই এটা সম্ভব হয়েছে ৷ তাই আমার মতে, জি ২০-এর ক্ষেত্রেও এক ডিজিটাল সচিবালয় হওয়া দরকার ৷ এর হাত ধরেই বিশ্বের সবার কাছে যাতে প্রযুক্তির সুফল পৌঁছয়, তার জন্য জি-২০ সক্রিয় হবে ৷’
advertisement
PM मोदी ने ट्वीट करते हुए लिखा, "जी-20 शिखर सम्मेलन में मैंने प्रतिभा, प्रौद्योगिकी, पारदर्शिता और पृथ्वी के प्रति सरपरस्ती के आधार पर एक नए वैश्विक सूचकांक को विकसित करने की आवश्यकता पर जोर दिया। ” pic.twitter.com/aoUoUblfqs
— ANI_HindiNews (@AHindinews) November 21, 2020
advertisement
advertisement
সম্মলনের বক্তব্যে মোদির কথায় উঠে এসেছে করোনা পরবর্তী দুনিয়ায়, ৪ টি বিষয়ের কথা মেনে চলে উচিত ৷ মোদির কথায়, এই ৪ টি বিষয় হলো, ট্যালেন্ট পুল তৈরি করা, সমাজের প্রতিটি স্তরে প্রযুক্তির প্রসার, প্রশাসনে স্বচ্ছতা আর এই পৃথিবীকে ভালো রাখার চেষ্টা !’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2020 11:04 AM IST