যুদ্ধক্ষেত্রে যৌন নিপীড়নকে হাতিয়ার করার বিরুদ্ধে সরব হয়ে নোবেল শান্তি পেলেন মুকওয়েজে ও নাদিয়া

Last Updated:
#স্টকহোম:  ঘোষিত হল নোবেল শান্তি পুরস্কার ।যৌন নিপীড়নকে যুদ্ধের হাতিয়ার করার প্রচেষ্টা বন্ধে নিরলস প্রচেষ্টার জন্য যুগ্মভাবে পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েজে ও নাদিয়া মুরাদ । পেশায় চিকিৎসক মুকওয়েজে কঙ্গো প্রজাতন্ত্রের বাসিন্দা । জীবনের বেশিরভাগ সময়ই যৌন নির্যাতনের শিকার হয়েছেন যারা তাঁদের চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন । যুদ্ধ নিপীড়িত কঙ্গোর বিভিন্ন প্রান্তে তিনি ও তাঁর চিকিৎসক দলকে নিয়ে নিরন্তরভাবে কাজ চালিয়ে গিয়েছেন মুকওয়েজে ।
অন্যদিকে নাদিয়া হলেন ৩,০০০ ইয়াজিদী তরুণীদের একজন যাদের অপহরণ করে দিনের পর দিন নির্মম ভাবে যৌন নিপীড়ন চালিয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিরা । ইসলামিক স্টেট ধারাবাহিক ভাবেই ধর্ষণ ও যৌন নির্যাতনকে হাতিয়ার করে থাকে ভীতি সঞ্চারের জন্য । ইয়াজিদী সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমাগত যৌন অত্যাচার চালিয়েছে ইসলামিক স্টেট বাহিনী ।
advertisement
গণধর্ষণ ও ধারাবাহিক যৌন অত্যাচারের বিরুদ্ধেই দুজনেই সরব হয়েছেন । এই সমস্যা রুখতে কোনওরকম উদ্যোগ নেয়নি কঙ্গো সরকার, এই অভিযোগও তুলেছিলেন মুকওয়েজে । যুদ্ধ পীড়িত এলাকায় মহিলাদের উপর শারীরিক অত্যাচার বন্ধে তাঁর অনবদ্য অবদানের জন্য এবছর নোবেল শান্তি পুরস্কার পেলেন মুকওয়েজে।
advertisement
অন্যদিকে মালাল ইউসুফজাই-এর পর নাদিয়া হলেন দ্বিতীয় কনিষ্ঠতম নোবেল বিজেতা । ২০১৪ সালেই তাঁকে অপহরণ করে আইএস বাহিনী । জঙ্গিদের হাতে প্রাণ হারায় তাঁর পরিবার। নিজের জীবনকে বারবার তুচ্ছ করে যুদ্ধের নামে যৌন শোষণ বন্ধ করার দাবিতে সোচ্চার হয়েছেন নাদিয়া, তাই এবছরে নোবেল বিজেতা তিনিও ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
যুদ্ধক্ষেত্রে যৌন নিপীড়নকে হাতিয়ার করার বিরুদ্ধে সরব হয়ে নোবেল শান্তি পেলেন মুকওয়েজে ও নাদিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement