Ukrainian Plane Hijacked Update: ইউক্রেনের বিমান ছিনতাই নিয়ে ধোঁয়াশা ! কাবুলে আদৌ কি অপহৃত হয়েছে বিমান ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Confusion Over Ukraine Aircraft 'Hijacking': সেদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, কাবুলে বা অন্য কোথাও কোনও ইউক্রেনিয়ান বিমান ছিনতাই হয়নি।
কিয়েভ: কাবুলে ইউক্রেনের (Ukraine) বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ৷ মঙ্গলবার সারা বিশ্বেই খবর ছড়িয়ে পড়ে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সেটিকে ইরানের দিকে উড়িয়ে নিয়ে গিয়েছে ৷ এই খবরের সত্যতা সংবাদমাধ্যমকে জানান ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিনও (Yevgeny Yenin) ৷ কিন্তু পরে সেদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, 'কাবুলে বা অন্য কোথাও কোনও ইউক্রেনিয়ান বিমান ছিনতাই হয়নি। ছিনতাই হওয়া বিমানের যে তথ্য বা ছবি সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে, তার সঙ্গে বাস্তবে কোনও বিমানের মিল নেই।'
সংবাদসংস্থা এএফপি-কে এ কথা জানান ইউক্রেনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো (Oleg Nikolenko) ৷ তিনি আরও জানান, দুটি যাত্রীবাহী এবং একটি এয়ারফোর্সের বিমান ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রওনা হয়ে কাবুলে পৌঁছয় ৷ সেখান থেকে মোট ২৫৬ জন যাত্রীদের নিয়ে নিরাপদে ফিরেও এসেছে বিমানগুলি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2021 9:21 AM IST