ছিল iPhone 12, হয়ে গেল আপেল জুস ! অনলাইনের ফাঁদে চিনের মহিলা !

Last Updated:

ফোন কিনতে গিয়ে ১,৫০০ ডলার দিয়েছিলেন লিউ। সেই টাকাও আপাতত জলে গেল।

#বেজিং: iPhone 12 কিনবেন। বহু দিন ধরে নানা পরিকল্পনা করেছিলেন। শেষমেশ সুযোগ বুঝে ফোনের অর্ডার দেন চিনের বাসিন্দা লিউ (Liu)। সময় মতো বাড়িতে পৌঁছে যায় ডেলিভার বক্সও। বাক্স খোলার পর ভিরমি খাওয়ার অবস্থা। iPhone 12 Pro Max-এর বদলে বেরোল একটি অ্যাপেল ড্রিঙ্ক। ফোন কিনতে গিয়ে ১,৫০০ ডলার দিয়েছিলেন লিউ। সেই টাকাও আপাতত জলে গেল।
বেশ কয়েকটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ফোনের প্যাকেজ নিয়েও না কি গাফিলতি ছিল। তবে ঠিক কোন জায়গায় চুরি হয়েছে বা বাক্স বদল হয়েছে, তা এখনও জানা যায়নি। অনেকের ধারণা, ডেলিভারি বয় এই কাজ করেছেন। ডেলিভারি দেওয়ার আগে iPhone-এর জায়গায় ড্রিঙ্ক বক্সে রেখে দিয়েছেন তিনি। অনেকে আবার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের কথায়, লিউ (Liu) বোধহয় কোনও ভুয়ো ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছিলেন। তাই সাইবার প্রতারণার শিকার হয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে Apple ও সংশ্লিষ্ট ডেলিভারি সংস্থা Express Mail Service। কুরিয়ার সার্ভিস কম্পানির তরফে জানানো হয়েছে, কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে চিনের সোশ্যাল মিডিয়া সাইট Weibo-তে একটি ভিডিও আপলোড করেছেন লিউ।
advertisement
তবে, এর আগেও Iphone সরানো বা চুরি করা নিয়ে একাধিক ঘটনা ঘটেছে। বছর চারেক আগে অর্থাৎ ২০১৭ সালের নভেম্বরে iPhone X হ্যান্ডসেট বোঝাই একটি UPS ট্রাক হাইজ্যাক করে নেয় একদল দুষ্কৃতী। যার মূল্য ছিল প্রায় ৩৭০ হাজার ডলারের কাছাকাছি। পুলিশ সূত্রে জানা যায়, সান ফ্রান্সিসকোর একটি Apple স্টোরের জন্য ফোনগুলি নিয়ে যাচ্ছিল ওই ট্র্যাক।
advertisement
advertisement
পরের দিকে ২০১৮ সালে ভারতের এক বাসিন্দা Flipkart থেকে iPhone 8 অর্ডার দিয়েছিলেন। দাম ছিল ৫৫,০০০ টাকা। সময় মতো ফোনের ডেলিভারি হয়ে যায়। কিন্তু বাক্স খোলার পর বেরোয় সাবানের প্যাকেট। এ নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, Apple-এর জিনিসপত্র অর্ডার করার জন্য কোনও থার্ড পার্টি সেলারের উপর ভরসা করাই উচিৎ নয়। সব সময় Apple-এর নিজস্ব ওয়েবসাইটে অর্ডার দেওয়া উচিৎ। এবার খানিকটা একই সমস্যায় পড়লেন লিউ!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছিল iPhone 12, হয়ে গেল আপেল জুস ! অনলাইনের ফাঁদে চিনের মহিলা !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement