ফাওয়াদ খান ফ্লপ, বিশ্বের মেয়েরা ফিদা ‘হট পাকিস্তানি’ চা-ওয়ালাতেই !

Last Updated:

নীল সমু্দ্রের মতো গভীর চোখ ৷ চাউনিতে মাত করতে পারে হৃদয় ৷ একটু হেসে কথা বললেই, লুটিয়ে পড়বে যে কেউ-ই ৷ না নতুন

#লাহোর: নীল সমু্দ্রের মতো গভীর চোখ ৷ চাউনিতে মাত করতে পারে হৃদয় ৷ একটু হেসে কথা বললেই, লুটিয়ে পড়বে যে কেউ-ই ৷ না নতুন কোনও হিরো নয় ৷ বরং রাস্তার মোড়ের এক চা বিক্রেতা ! আর এই চা বিক্রেতাকে নিয়েই গোটা বিশ্বে এখন উত্তেজনার পারদ তুঙ্গে৷ ট্যুইটার, ফেসবুকের দয়ায়, গোচা বিশ্বের নানা বয়সি মেয়েদের প্রোফাইলে অবলীলায় ঘুরে বেড়াচ্ছেন ‘পাকিস্তানি হট চাওয়ালা’ !
করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ফাওয়াদ cha 2খান থাকায় গোটা দেশে বচসা তুঙ্গে ৷ দেশের বহু মেয়েরাই এতে দুঃখিত ৷ কিন্তু সেই ফাওয়াদ খান এখন পুরনো ৷ বরং দেশের মেয়ে, থুড়ি গোটা বিশ্বের মেয়েদের মনে এন্ট্রি নিয়ে ফেলেছে পাকিস্তানের এই নীল চোখের চা-ওয়ালা ৷
advertisement
cha 3
advertisement
পাকিস্তানের এই চা বিক্রেতার নাম অরসদ খান ৷ কিন্তু অরসদ নামে আজকাল কেউ-ই তাকে চিনছে না ৷ গোটা বিশ্বে তাঁর নাম ‘হট চাওয়ালা’ !
উরি হামলা, সার্জিক্যাল স্ট্রাইকের জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে এখন টানাপোড়েন ৷ তারই মাঝে পেশোয়ারের এই চাওয়ালা টপকে পড়েছেন ট্যুইটার ও ফেসবুকে ৷ শুধু পাকিস্তানি মেয়েরাই নয়, ভারতের মেয়েরাও ফ্যান হয়ে গিয়েছে অরসদের৷ এমনকী, গোটা বিশ্বের মেয়েরাই এখন পাগল এই চাওয়ালার পিছনে ৷
advertisement
cha 4
জনপ্রিয় হওয়ার শুরুটা হল, এক ফোটোগ্রাফারের দৌলতে ৷ তিনিই পাকিস্তান ভ্রমণে গিয়ে ছবি তুলেছিলেন এই চাওয়ালার ৷ আর টুক করে আপলোড করেছিলেন ইনস্টাগ্রামে ৷ ব্যস, তারপরই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্যাঁচে পড়ে গরম চা বিক্রেতা থেকে ‘হট’ লেডিকিলার৷
তবে যাকে নিয়ে এত উন্মাদনা, সেই অরসদ কিন্তু জানেনই না, ঘটনা আসলে কী ঘটছে৷ এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে অরসদ বলেন, ‘ট্যুইটার, ফেসবুক এসব সম্পর্কে আমার ধারণা নেই ৷ আমি তো শুধুই চা বিক্রি করি ৷ ’ আর যার হাত দিয়ে পপুলার হয়ে উঠেছেন এই চাওয়ালা, সেই ফোটোগ্রাফার জিয়া আলি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কয়েকদিন আগে আমি ইসলামাবাদের ইয়াওয়ার বাজার অঞ্চলে এই ছবিটা তুলি ৷ তারপর ইনস্টাগ্রামে পোস্টও করি ৷ হঠাৎ করে এই চাওয়ালা ভাইরাল হয়ে পড়ে !’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফাওয়াদ খান ফ্লপ, বিশ্বের মেয়েরা ফিদা ‘হট পাকিস্তানি’ চা-ওয়ালাতেই !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement