• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • প্রিয়াঙ্কার উদ্দেশ্য জাতিবিদ্বেষ মূলক ট্যুইট, চাকরি খোয়ালেন সেলিব্রিটি শেফ

প্রিয়াঙ্কার উদ্দেশ্য জাতিবিদ্বেষ মূলক ট্যুইট, চাকরি খোয়ালেন সেলিব্রিটি শেফ

নিজস্ব চিত্র ।

নিজস্ব চিত্র ।

এই ট্যুইটের পরই ব্যাপক ট্রোলড হন কোচার ।

 • Share this:

  #দুবাই: জাতিবিদ্বেষ মূলক ও মুসলিম ভাবাবেগে আঘাত করে ট্যুইট করে ট্রোলড হওয়ার পর এবার চাকরি খোওয়াতে হল ভারতীয় বংশোদ্ভূত সেলিব্রিটি শেফ অতুল কোচারকে । দুবাইয়ের জেডব্লিউ ম্যারিয়ট মার্কিস হোটেলের ভারতীয় রেস্তোরাঁ রং মহল-এর দায়িত্বে ছিলেন অতুল ।

  বুধবার হোটেলের জেনারেল ম্যানেজার বিল কেফার জানান, শেফ অতুল সম্প্রতি যে মন্তব্য করেছেন তারপর আমরা তাঁর সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি । এখন থেকে অতুল আর আমাদের সংস্থার সঙ্গে যুক্ত নন । আমাদের হোটেলে সারা বিশ্বের নানা ধর্মাবলম্বী মানুষরা আসেন । খাবারের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য সারা বিশ্বে আমাদের খ্যাতি রয়েছে এবং তার প্রতি দায়বদ্ধ ।

  যদিও, ইসলাম বিরোধী মন্তব্য ট্যুইট করার ৪৮ ঘণ্টার মধ্যেই গতকাল নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন কোচার । নিজের মন্তব্যকে ভুল ও অসংবেদনশীল বলে মুসলিম বন্ধু ও ইসলাম ধর্মাবলম্বী সকলের কাছে ক্ষমা চেয়ে ট্যুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি লেখেন কোচার । কিন্তু লাভ হয়নি বিশেষ ।

  প্রসঙ্গত, মার্কিন টেলি সিরিজ কোয়ান্টিকো-র একটি পর্ব দেখে প্রিয়াঙ্কা চোপড়ার উদ্দেশ্যে একটি ট্যুইট থেকে যাবতীয় সমস্যার সূত্রপাত । কোয়ান্টিকো-র সেই পর্বে একটি হিন্দু জাতীয়তাবাদী দলকে সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয় । প্রিয়াঙ্কার উদ্দেশ্যে কোচার ট্যুইট করেন, ''এটা দেখে খারাপ লাগল যে আপনি একবারও হিন্দু ভাবাবেগের কথা ভাবলেন না । যারা ২০০০ বছর ধরে মুসলিমদের দ্বারা সন্ত্রস্ত । আপনার লজ্জা পাওয়া উচিত ।''

  এই ট্যুইটের পরই ব্যাপক ট্রোলড হন কোচার ।

  First published: