প্রিয়াঙ্কার উদ্দেশ্য জাতিবিদ্বেষ মূলক ট্যুইট, চাকরি খোয়ালেন সেলিব্রিটি শেফ

Last Updated:

এই ট্যুইটের পরই ব্যাপক ট্রোলড হন কোচার ।

#দুবাই: জাতিবিদ্বেষ মূলক ও মুসলিম ভাবাবেগে আঘাত করে ট্যুইট করে ট্রোলড হওয়ার পর এবার চাকরি খোওয়াতে হল ভারতীয় বংশোদ্ভূত সেলিব্রিটি শেফ অতুল কোচারকে । দুবাইয়ের জেডব্লিউ ম্যারিয়ট মার্কিস হোটেলের ভারতীয় রেস্তোরাঁ রং মহল-এর দায়িত্বে ছিলেন অতুল ।
বুধবার হোটেলের জেনারেল ম্যানেজার বিল কেফার জানান, শেফ অতুল সম্প্রতি যে মন্তব্য করেছেন তারপর আমরা তাঁর সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি । এখন থেকে অতুল আর আমাদের সংস্থার সঙ্গে যুক্ত নন । আমাদের হোটেলে সারা বিশ্বের নানা ধর্মাবলম্বী মানুষরা আসেন । খাবারের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য সারা বিশ্বে আমাদের খ্যাতি রয়েছে এবং তার প্রতি দায়বদ্ধ ।
advertisement
যদিও, ইসলাম বিরোধী মন্তব্য ট্যুইট করার ৪৮ ঘণ্টার মধ্যেই গতকাল নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন কোচার । নিজের মন্তব্যকে ভুল ও অসংবেদনশীল বলে মুসলিম বন্ধু ও ইসলাম ধর্মাবলম্বী সকলের কাছে ক্ষমা চেয়ে ট্যুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি লেখেন কোচার । কিন্তু লাভ হয়নি বিশেষ ।
advertisement
advertisement
প্রসঙ্গত, মার্কিন টেলি সিরিজ কোয়ান্টিকো-র একটি পর্ব দেখে প্রিয়াঙ্কা চোপড়ার উদ্দেশ্যে একটি ট্যুইট থেকে যাবতীয় সমস্যার সূত্রপাত । কোয়ান্টিকো-র সেই পর্বে একটি হিন্দু জাতীয়তাবাদী দলকে সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয় । প্রিয়াঙ্কার উদ্দেশ্যে কোচার ট্যুইট করেন, ''এটা দেখে খারাপ লাগল যে আপনি একবারও হিন্দু ভাবাবেগের কথা ভাবলেন না । যারা ২০০০ বছর ধরে মুসলিমদের দ্বারা সন্ত্রস্ত । আপনার লজ্জা পাওয়া উচিত ।''
advertisement
এই ট্যুইটের পরই ব্যাপক ট্রোলড হন কোচার ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রিয়াঙ্কার উদ্দেশ্য জাতিবিদ্বেষ মূলক ট্যুইট, চাকরি খোয়ালেন সেলিব্রিটি শেফ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement