সাপের বিষেই মারণ করোনা বশ! ব্রাজিলের বিশেষজ্ঞের চমকপ্রদ তথ্য সামনে

Last Updated:

Coronavirus -র প্রকোপ রোধে সাপের বিষ কীভাবে কাজ করবে...

#সাও পাওলো : করোনা ভাইরাসের চিকিৎসার জন্য সাপের বিষ ব্যবহার করা যেতে পারে৷ ব্রাজিলের রিসার্চারের দাবি সাপের বিষে উপস্থিত একটি কণিকা করোনা ভাইরাসের বৃদ্ধি রোধ করতে বেশ খানিকটা সক্ষম৷ যদিও এখনও কোভিডের বিরুদ্ধে এই বিষের প্রকৃত কার্যকারিতা নিয়ে সামনে প্রকৃত তথ্য আসেনি৷ রিসার্চার আশা প্রকাশ করেছেন মানুষের কোষেও এই পদার্থের ব্যবহার করে দেখা যেতে পারে৷
বিজ্ঞানের জার্নাল মলিকিউলসে প্রকাশিত এক স্টাডিতে জানা গেছে যে jararacussu pit viper বাঁদরের কোষে করোনা ভাইরাসের বৃদ্ধির ক্ষমতা ৭৫ শতাংশ আটকে দিয়েছে৷ সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ও রিসার্চের লেখক রাফেল গিডো বলেছেন, ‘‘আমরা এটা দেখাতে সক্ষম হয়েছি যে সাপের বিষের এই অংশ ভাইরাসের বিশেষ প্রোটিনকে আটকাতে সক্ষম৷’’
এই মলিকিউল পেপ্টাইড যা অ্যামাইনো অ্যাসিডের চেন, যা করোনা ভাইরাসের PLPro উৎসেচকের সঙ্গে যুক্ত হয়ে যায়৷ অন্য কোষের ক্ষতি করলেও করোনার বৃদ্ধিকে আটকায়৷ এর সঙ্গে বিশেষজ্ঞরা এটা জানিয়েছেন এর জন্য সাপের শিকার ও তাদের ধরাপাকড় একেবারে প্রয়োজন নেই৷ jararacussu ব্রাজিলের সবচেয়ে লম্বা সাপেদের মধ্যে একটি৷ এটা সাধারণত লম্বায় ৬ ফুটের মতো৷
advertisement
advertisement
একটি সাক্ষাৎকারে গিডো বলেছেন নিজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের প্রথমে পরিচিতি করতে হবে৷ পেপ্টাইড ল্যাবে তৈরি করে নেওয়া যায়৷ এর জন্য সাপ ধরা বা প্রতিপালন করা জরুরি নয়৷ হর্পেটোলজিস্ট গিসীপ পুয়ার্তো বলেছেন, ‘‘আমরা ব্রাজিলে তাঁদের নিয়ে ভয়ে আছি যাঁরা এটা জেনেই jararacussu সাপের শিকার করতে বেরিয়ে পরবেন আর বলবেন পৃথিবীকে বাঁচাচ্ছি৷ ’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
সাপের বিষেই মারণ করোনা বশ! ব্রাজিলের বিশেষজ্ঞের চমকপ্রদ তথ্য সামনে
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement