সাপের বিষেই মারণ করোনা বশ! ব্রাজিলের বিশেষজ্ঞের চমকপ্রদ তথ্য সামনে

Last Updated:

Coronavirus -র প্রকোপ রোধে সাপের বিষ কীভাবে কাজ করবে...

#সাও পাওলো : করোনা ভাইরাসের চিকিৎসার জন্য সাপের বিষ ব্যবহার করা যেতে পারে৷ ব্রাজিলের রিসার্চারের দাবি সাপের বিষে উপস্থিত একটি কণিকা করোনা ভাইরাসের বৃদ্ধি রোধ করতে বেশ খানিকটা সক্ষম৷ যদিও এখনও কোভিডের বিরুদ্ধে এই বিষের প্রকৃত কার্যকারিতা নিয়ে সামনে প্রকৃত তথ্য আসেনি৷ রিসার্চার আশা প্রকাশ করেছেন মানুষের কোষেও এই পদার্থের ব্যবহার করে দেখা যেতে পারে৷
বিজ্ঞানের জার্নাল মলিকিউলসে প্রকাশিত এক স্টাডিতে জানা গেছে যে jararacussu pit viper বাঁদরের কোষে করোনা ভাইরাসের বৃদ্ধির ক্ষমতা ৭৫ শতাংশ আটকে দিয়েছে৷ সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ও রিসার্চের লেখক রাফেল গিডো বলেছেন, ‘‘আমরা এটা দেখাতে সক্ষম হয়েছি যে সাপের বিষের এই অংশ ভাইরাসের বিশেষ প্রোটিনকে আটকাতে সক্ষম৷’’
এই মলিকিউল পেপ্টাইড যা অ্যামাইনো অ্যাসিডের চেন, যা করোনা ভাইরাসের PLPro উৎসেচকের সঙ্গে যুক্ত হয়ে যায়৷ অন্য কোষের ক্ষতি করলেও করোনার বৃদ্ধিকে আটকায়৷ এর সঙ্গে বিশেষজ্ঞরা এটা জানিয়েছেন এর জন্য সাপের শিকার ও তাদের ধরাপাকড় একেবারে প্রয়োজন নেই৷ jararacussu ব্রাজিলের সবচেয়ে লম্বা সাপেদের মধ্যে একটি৷ এটা সাধারণত লম্বায় ৬ ফুটের মতো৷
advertisement
advertisement
একটি সাক্ষাৎকারে গিডো বলেছেন নিজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের প্রথমে পরিচিতি করতে হবে৷ পেপ্টাইড ল্যাবে তৈরি করে নেওয়া যায়৷ এর জন্য সাপ ধরা বা প্রতিপালন করা জরুরি নয়৷ হর্পেটোলজিস্ট গিসীপ পুয়ার্তো বলেছেন, ‘‘আমরা ব্রাজিলে তাঁদের নিয়ে ভয়ে আছি যাঁরা এটা জেনেই jararacussu সাপের শিকার করতে বেরিয়ে পরবেন আর বলবেন পৃথিবীকে বাঁচাচ্ছি৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সাপের বিষেই মারণ করোনা বশ! ব্রাজিলের বিশেষজ্ঞের চমকপ্রদ তথ্য সামনে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement