প্রকাশ্যে ব্রিটিশ সাংসদ জো কক্সকে গুলি করে হত্যা

Last Updated:

প্রকাশ্যে দিন দুপুরে খুন হলেন গ্রেট ব্রিটেনের লেবার পার্টির সাংসদ জো কক্স (৪১)। উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী কেন্দ্রে স্থানীয়দের সঙ্গে কখা বলা সময় তার উপর হামলা চালায় দুষ্কৃতিরা ৷

#ইয়র্কশায়ার: প্রকাশ্যে দিন দুপুরে খুন হলেন গ্রেট ব্রিটেনের লেবার পার্টির সাংসদ জো কক্স (৪১)। উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী কেন্দ্রে স্থানীয়দের সঙ্গে কখা বলা সময় তার উপর হামলা চালায় দুষ্কৃতিরা ৷ টাউন হলের বাইরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা ৷ এরপর তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় ৷ মার্কেট স্ট্রিটে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ৪১ বছরের কক্স  ৷
jo-cox-twitter-arrest
ওই এলাকায় অবস্থিত একটি কফি শপের মালিক আবদুল্লা  জানান, হঠাৎ বাইরে বিকট চিৎকার শুনে সে বেরিয়ে আসে ৷ তিনি জানান, ‘ওখানে দু’জন ব্যক্তির মধ্যে ধস্তাধস্তি চলছিল ৷ তাদের মধ্যে একজন সাদা বেসবল টুপি পরেছিল ৷ বেসবস টুপি পরা ওই ব্যক্তি আচমকা একটি বন্দুক বার করে৷’ তিনি আরও জানান যে তাদের মধ্যে বচসা বাড়তে থাকাই সেখানে উপস্থিত কক্স তাদের আটকাতে যায় ৷
advertisement
advertisement
এরপর বেসবল টুপি পরা ব্যক্তি তার দিকে বন্দুক তাক করে গুলি করতে থাকে ৷ গুলি লাগায় মাটিতে লুটিয়ে পড়ে কক্স ৷
এখানেই না থেমে ওই ব্যক্তি  ছুরি নিয়ে কক্সকের পেটে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে ৷
ঘটনায় টমি মেয়ার নামে ৫২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ তবে খুনের মোটিভ এখনও জানতে পারেনি পুলিশ ৷
advertisement
গুরুতর অবস্থায় কক্সকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷
গতবছরই সাংসদ নির্বাচিত হন কক্স ৷
১৯৯০ সালের পর সাংসদ থাকাকালীন এই ভাবে কাউকে খুন করার ঘটনা ঘটল ৷
ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রকাশ্যে ব্রিটিশ সাংসদ জো কক্সকে গুলি করে হত্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement