৯ জন স্ত্রীর মধ্যে ১ জনকে ডিভোর্স, আরও বিয়ে করতে চান এই ব্রাজিলীয় মডেল

Last Updated:

Brazilian Model: এভাবেই তিনি মুক্ত প্রেমকে উদযাপন করতে চেয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন একগামিতার বিরুদ্ধে

স্বেচ্ছায় নয়জন সুন্দরীকে বিয়ে করেছিলেন ব্রাজিলীয় মডেল আর্থার উরসো৷ এ বার স্ত্রীদের মধ্যে একজনকে ডিভোর্স দিতে চান তিনি৷ সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্র্থম স্ত্রী লুয়ানা কাজাকিকে বিয়ে করার পর একে একে আরও ৮ জনকে বিয়ে করেন আর্থার৷ এভাবেই তিনি মুক্ত প্রেমকে উদযাপন করতে চেয়েছেন৷ প্রতিবাদ জানিয়েছেন একগামিতার বিরুদ্ধে৷ এখন আর্থার তাঁর এক স্ত্রী আগাথার থেকে বিচ্ছেদ চাইছেন৷ বছর দুয়েক আগে তিনি বিয়ে করেছিলেন আগাথাকে৷
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আর্থার জানিয়েছেন তাঁর বহুগামিতার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না আগাথা৷ কারণ আগাথা একগামী সম্পর্কই চান৷ আর্থারের কথায়, ‘‘আগাথা সম্পূর্ণ ওর নিজের করে আমাকে চায়৷ আমার কাছে এটা অর্থহীন৷ আমাদের ভাগ করেই নিতে হবে৷ বিচ্ছেদের প্রসঙ্গে আমি খুবই দুঃখিত৷ তার থেকেও বেশি বিস্মিত আগাথার দেওয়া অজুহাতে৷
আরও পড়ুন :  ফের দিল্লি! বাঙালি প্রৌঢ়ের দেহ ফ্রিজে, রোজ রাতে দেহাংশ ফেলতে যেত স্ত্রী ও ছেলে
তিনি আরও জানিয়েছেন বাকি স্ত্রীরা মনে করেন তাঁর প্রতি আগাথার আচরণ শোভন নয়৷ তাছাড়া আগাথা জীবনে রোমাঞ্চের জন্য বিয়ে করেছিলেন বলে মনে করেন৷ তাঁর প্রতি বিশেষ অনুভূতি নেই আগাথার মনে৷ বিশ্বাস আর্থারের৷ ‘‘আমি জানি একজন স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছি৷ কিন্তু এই মুহূর্তে ওর কোনও বিকল্পও আমার কাছে নেই৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : ‘আমি আমার বউ ফেরত চাই’, শ্বশুরবাড়ির সামনে ধর্না যুবকের
তবে অষ্ট ভার্যাতেই সন্তুষ্ট নন আর্থার৷ তাঁর স্বপ্ন ১০ জন স্ত্রীর স্বামী হওয়া৷ বলেছেন, ‘‘আমার একটা বন্য স্বপ্ন আছে৷ আমি সব সময় ১০ জনকে বিয়ে করতে চেয়েছি৷ যদিও আমার একজন মেয়ে আছে, আমি সব স্ত্রীর সন্তানের বাবা হতে চাই৷ প্রত্যেক স্ত্রীকে সমান ভাবে ভালবাসি আমি৷ তাই মাত্র এক জন বা দু’জনের সন্তানের বাবা হওয়া অন্যদের প্রতি সুবিচার নয়৷’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
৯ জন স্ত্রীর মধ্যে ১ জনকে ডিভোর্স, আরও বিয়ে করতে চান এই ব্রাজিলীয় মডেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement