৯ জন স্ত্রীর মধ্যে ১ জনকে ডিভোর্স, আরও বিয়ে করতে চান এই ব্রাজিলীয় মডেল
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Brazilian Model: এভাবেই তিনি মুক্ত প্রেমকে উদযাপন করতে চেয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন একগামিতার বিরুদ্ধে
স্বেচ্ছায় নয়জন সুন্দরীকে বিয়ে করেছিলেন ব্রাজিলীয় মডেল আর্থার উরসো৷ এ বার স্ত্রীদের মধ্যে একজনকে ডিভোর্স দিতে চান তিনি৷ সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্র্থম স্ত্রী লুয়ানা কাজাকিকে বিয়ে করার পর একে একে আরও ৮ জনকে বিয়ে করেন আর্থার৷ এভাবেই তিনি মুক্ত প্রেমকে উদযাপন করতে চেয়েছেন৷ প্রতিবাদ জানিয়েছেন একগামিতার বিরুদ্ধে৷ এখন আর্থার তাঁর এক স্ত্রী আগাথার থেকে বিচ্ছেদ চাইছেন৷ বছর দুয়েক আগে তিনি বিয়ে করেছিলেন আগাথাকে৷
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আর্থার জানিয়েছেন তাঁর বহুগামিতার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না আগাথা৷ কারণ আগাথা একগামী সম্পর্কই চান৷ আর্থারের কথায়, ‘‘আগাথা সম্পূর্ণ ওর নিজের করে আমাকে চায়৷ আমার কাছে এটা অর্থহীন৷ আমাদের ভাগ করেই নিতে হবে৷ বিচ্ছেদের প্রসঙ্গে আমি খুবই দুঃখিত৷ তার থেকেও বেশি বিস্মিত আগাথার দেওয়া অজুহাতে৷
আরও পড়ুন : ফের দিল্লি! বাঙালি প্রৌঢ়ের দেহ ফ্রিজে, রোজ রাতে দেহাংশ ফেলতে যেত স্ত্রী ও ছেলে
তিনি আরও জানিয়েছেন বাকি স্ত্রীরা মনে করেন তাঁর প্রতি আগাথার আচরণ শোভন নয়৷ তাছাড়া আগাথা জীবনে রোমাঞ্চের জন্য বিয়ে করেছিলেন বলে মনে করেন৷ তাঁর প্রতি বিশেষ অনুভূতি নেই আগাথার মনে৷ বিশ্বাস আর্থারের৷ ‘‘আমি জানি একজন স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছি৷ কিন্তু এই মুহূর্তে ওর কোনও বিকল্পও আমার কাছে নেই৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : ‘আমি আমার বউ ফেরত চাই’, শ্বশুরবাড়ির সামনে ধর্না যুবকের
তবে অষ্ট ভার্যাতেই সন্তুষ্ট নন আর্থার৷ তাঁর স্বপ্ন ১০ জন স্ত্রীর স্বামী হওয়া৷ বলেছেন, ‘‘আমার একটা বন্য স্বপ্ন আছে৷ আমি সব সময় ১০ জনকে বিয়ে করতে চেয়েছি৷ যদিও আমার একজন মেয়ে আছে, আমি সব স্ত্রীর সন্তানের বাবা হতে চাই৷ প্রত্যেক স্ত্রীকে সমান ভাবে ভালবাসি আমি৷ তাই মাত্র এক জন বা দু’জনের সন্তানের বাবা হওয়া অন্যদের প্রতি সুবিচার নয়৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2022 3:21 PM IST