Bolsonaro in hospital: হেঁচকি কিছুতেই বন্ধ হচ্ছে না ! হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Brazil President Jair Bolsonaro: ঠিক কী কারণে এই হেঁচকির সমস্যা তাঁর হচ্ছে, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা ৷
ব্রাসিলিয়া: এক অদ্ভূত সমস্যায় এখন ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো (Jair Bolsonaro) ৷ কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না তাঁর ৷ সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা ৷ সব মিলিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট ৷
ঠিক কী কারণে এই হেঁচকির সমস্যা তাঁর হচ্ছে, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা ৷ তাঁদের অনুমান অন্ত্রের কোনও সমস্যা থেকেই এই হেঁচকির সমস্যা হচ্ছে বলসোনারোর ৷
বছর তিনেক আগে ব্রাজিলের প্রেসিডেন্টের উপর হামলা চালায় এক আততায়ী ৷ বলসোনারোর পেটে ছুরি মেরেছিল সে ৷ সে যাত্রায় ব্রাজিলের প্রেসিডেন্ট বেঁচে গেলেও এখন নতুন করে কোনও সমস্যা হচ্ছে কী না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা ৷ তবে চিকিৎসায় বলসোনারো দ্রুত সেরে উঠবেন বলেই আশা করছেন তাঁরা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2021 10:39 AM IST