ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছড়াল, বিশ্বজুড়ে সংক্রমিত প্রায় ১ কোটি ৪০ লক্ষ

Last Updated:

আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল।

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৯ লক্ষ ৪৬ হাজার ৫৯৬। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯২ হাজার ৬৭৭। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ লক্ষ ৭৭ হাজার ৭৩২ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৭ লক্ষ ৫৮ হাজার ৫৩৩, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৯ হাজার ৯৩।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৭০ হাজার ৩৭। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ২৯১ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১২ হাজার ১৫১ জন, মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৬৮৮ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ আর মৃতের সংখ্যা ২৪ হাজার ৯১৬ জন।
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৫১ হাজার ৬১২ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৯২০ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ৪১ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৮৬ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে দক্ষিণ আমেরিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ২২১ জন, মৃতের সংখ্যা ৪,৬৬৯। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৪১ জন, মৃতের সংখ্যা ৩৭,৫৭৪। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ২০৪ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ১১৪।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছড়াল, বিশ্বজুড়ে সংক্রমিত প্রায় ১ কোটি ৪০ লক্ষ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement