সুপারফ্লপ মেসি, দুরন্ত নেইমার ! সুপারক্লাসিকোয় সাম্বা ঝড় !
Last Updated:
দুরন্ত খেলে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারাল সেলেকাওরা। সুপারফ্লপ এলএম টেন।
ব্রাজিল: ৩ ( কুটিনহো-২৫', নেইমার- ৪৫', পউলিনহো-৫৮')
আর্জেন্টিনা: ০
#ব্রাসিলিয়া: সাত গোলের সেই অভিশপ্ত মাঠেই যেন ভিভা ব্রাজিলের স্লোগান নিয়ে নেমেছিল তিতের ছেলেরা। প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। দুরন্ত খেলে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারাল সেলেকাওরা। সুপারফ্লপ এলএম টেন।
advertisement
সুপার ক্লাসিকোয় সাম্বা ঝড়। নতুন কোচ তিতের হাতে পরে এ যেন সেই সত্তরের সেলেকাও। জোনাল মার্কিংয়ের জাঁতাকলে সুপার ফ্লপ লিওনেল মেসি। ডানা ঝাঁপটাতে পারলেন না দি মারিয়া, ম্যাসচেরানো, আগুয়েরোরা। বেলো হরাইজন্তের অভিশপ্ত মাঠেই আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে জয় ব্রাজিলের। ম্যাচের ২৫ মিনিটে দুরন্ত গোল লিভারপুলের কুটিনহোর। সেই শুরু। এরপর নেইমার ও পউলিনহোর গোল। এস্তাদিও মিনেইরো জুড়ে হলুদ জার্সির দাপাদাপি। সাম্বার ঝলক। মেসি চেষ্টা করে ছিলেন বটে, লা আলবিসেলেস্তের ম্যাচে ফেরার জন্য সেইটুকুই যথেষ্ট ছিল না।
advertisement
বিশ্বকাপ সেমিফাইনালে বেলো হরাইজন্তের এই মাঠেই জার্মানির বিরুদ্ধে ৭-১ গোলে হারতে হয়েছিল ব্রাজিলকে। আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে তাই খানিকটা চাপেই ছিল তিতে ব্রিগেড। ম্যাচের শুরুতে প্রতিপক্ষকে মেপে নেওয়ার খেলা। জোনাল মার্কিংয়ে এল এম টেনকে বোতলবন্দি করে ফেলার মাস্টারস্ট্রোক কোচ তিতের। কখনও মিরান্ডা তো কখনও ফার্নান্দিনহো। মেসির শরীরের ভিতর ঢুকে ট্যাকলে সিঁটিয়ে গেলেন সদ্য চোট সারিয়ে ওঠা পাঁচবারের ব্যালন ডি অর। লং রেঞ্জারে এক-আধবার চেষ্টা করেছিলেন বিগলিয়ারা। এস্তাদিও মিনেইরোর লেফট উইং ধরে তখন বারবার ঝলসে উঠছেন নেইমার। কুটিনহোর দুরন্ত গোলের পিছনেও সেই ওয়ান্ডারকিডের ভূমিকাই সবচেয়ে বেশি।
advertisement
প্রথমার্ধ শেষের মুখে ব্যবধান বাড়ালেন নেইমার দ্য সিলভা। সেলেকাওর জর্সিতে ৭৪ ম্যাচে সেরে ফেললেন নিজের ৫০তম গোল। পউলিনহোর গোলে স্কোরলাইন ব্রাজিল ৩। আর্জেন্টিনা ০।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2016 11:44 AM IST