Brave Afghan woman faces armed Taliban fighter: বন্দুক তাক করে তালিবান, অকুতোভয় আফগান মহিলার সাহসে মুগ্ধ গোটা বিশ্ব
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তালিবানদের সাহায্য করার জন্য গতকাল, মঙ্গলবার কাবুলের রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু অফগান মহিলা (Brave Afghan woman faces armed Taliban fighter)৷
#কাবুল: আফগানিস্তানে নতুন করে তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই দু' দশক আগের অনেক ছবি ফিরে আসছে৷ যেমন নারী স্বাধীনতার বিরুদ্ধে তালিবানদের মনোভাবে কোনও বদল আসেনি বলেই মনে করছে গোটা বিশ্ব৷ এবার অবশ্য পাল্টা তালিবানদের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে মহিলাদেরও৷ তালিবানদের চোখরাঙানি, বন্দুকের নল উপেক্ষা করেও নিজেদের দাবি আদায়ে সুর চড়াচ্ছেন তাঁরা৷ কাবুলের রাস্তায় তালিবানদের বন্দুকের সামনে অকুতোভয় এক মহিলা সাহস গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন৷ সংবাদসংস্থা রয়টার্সের এক চিত্র সাংবাদিকের তোলা সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷
তালিবানদের সাহায্য করার জন্য গতকাল, মঙ্গলবার কাবুলের রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু অফগান মহিলা৷ কাবুলের পাকিস্তান দূতাবাসের সামনে এই বিক্ষোভ বিক্ষোভ চলছিল৷ খবর পেয়েই বিক্ষোভ থামাতে সেখানে হাজির হয় তালিবানদের সশস্ত্র বাহিনীর একটি দল৷ বিক্ষোভকারীদের চুপ করাতে ভয় দেখাতে শুরু করে তারা৷
An Afghan woman fearlessly stands face to face with a Taliban armed man who pointed his gun to her chest. Photo: @Reuters pic.twitter.com/8VGTnMKsih
— Zahra Rahimi (@ZahraSRahimi) September 7, 2021
advertisement
advertisement
তখনই হিজাব পরিহিত এক মহিলা বিক্ষোভকারীর দিকে বন্দুক তাক করে এক তালিবান যোদ্ধা৷ ছবিতেই স্পষ্ট, বন্দুকের সামনে বিন্দুমাত্র ভয় না পেয়ে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকেন ওই মহিলা৷ চোখে রোদচশমা পরা থাকলেও নিস্পৃহ ভঙ্গিতে সরাসরি ওই বন্দুকধারী তালিবানের দিকে তাকিয়ে ছিলেন তিনি৷ সাহসী ওই আফগান মহিলার ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷
advertisement
Women continue their protest in Kabul for the third day in row.
Today, their protest started from Dasht-e- Barchi in the west of Kabul city. Women chanting “cabinet without women is unsuccessful”.#Afghanishtan pic.twitter.com/sYRJ2DyD75 — Zahra Rahimi (@ZahraSRahimi) September 8, 2021
advertisement
বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, পঞ্জশির দখলে তালিবানদের সাহায্য করেছে পাকিস্তানের বায়ুসেনা৷ পাক দূতাবাসের কাছে জমায়েত করে তারই প্রতিবাদ করেন বেশ কিছু আফগান মহিলা এবং পুরুষ৷ তাঁদের ভয় দেখাতে শূন্যে গুলিও ছোড়ে তালিবান যোদ্ধারা৷ যদিও স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তালিবানদের ভয়ে নিজেদের জায়গা ছেড়ে নড়েননি বিক্ষোভকারীরা৷ সম্ভবত ওই মহিলার সাহসী মানসিকতাই অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2021 3:45 PM IST