Brave Afghan woman faces armed Taliban fighter: বন্দুক তাক করে তালিবান, অকুতোভয় আফগান মহিলার সাহসে মুগ্ধ গোটা বিশ্ব

Last Updated:

তালিবানদের সাহায্য করার জন্য গতকাল, মঙ্গলবার কাবুলের রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু অফগান মহিলা (Brave Afghan woman faces armed Taliban fighter)৷

#কাবুল: আফগানিস্তানে নতুন করে তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই দু' দশক আগের অনেক ছবি ফিরে আসছে৷ যেমন নারী স্বাধীনতার বিরুদ্ধে তালিবানদের মনোভাবে কোনও বদল আসেনি বলেই মনে করছে গোটা বিশ্ব৷ এবার অবশ্য পাল্টা তালিবানদের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে মহিলাদেরও৷ তালিবানদের চোখরাঙানি, বন্দুকের নল উপেক্ষা করেও নিজেদের দাবি আদায়ে সুর চড়াচ্ছেন তাঁরা৷ কাবুলের রাস্তায় তালিবানদের বন্দুকের সামনে অকুতোভয় এক মহিলা সাহস গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন৷ সংবাদসংস্থা রয়টার্সের এক চিত্র সাংবাদিকের তোলা সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷
তালিবানদের সাহায্য করার জন্য গতকাল, মঙ্গলবার কাবুলের রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু অফগান মহিলা৷ কাবুলের পাকিস্তান দূতাবাসের সামনে এই বিক্ষোভ বিক্ষোভ চলছিল৷ খবর পেয়েই বিক্ষোভ থামাতে সেখানে হাজির হয় তালিবানদের সশস্ত্র বাহিনীর একটি দল৷ বিক্ষোভকারীদের চুপ করাতে ভয় দেখাতে শুরু করে তারা৷
advertisement
advertisement
তখনই হিজাব পরিহিত এক মহিলা বিক্ষোভকারীর দিকে বন্দুক তাক করে এক তালিবান যোদ্ধা৷ ছবিতেই স্পষ্ট, বন্দুকের সামনে বিন্দুমাত্র ভয় না পেয়ে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকেন ওই মহিলা৷ চোখে রোদচশমা পরা থাকলেও নিস্পৃহ ভঙ্গিতে সরাসরি ওই বন্দুকধারী তালিবানের দিকে তাকিয়ে ছিলেন তিনি৷ সাহসী ওই আফগান মহিলার ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷
advertisement
advertisement
বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, পঞ্জশির দখলে তালিবানদের সাহায্য করেছে পাকিস্তানের বায়ুসেনা৷ পাক দূতাবাসের কাছে জমায়েত করে তারই প্রতিবাদ করেন বেশ কিছু আফগান মহিলা এবং পুরুষ৷ তাঁদের ভয় দেখাতে শূন্যে গুলিও ছোড়ে তালিবান যোদ্ধারা৷ যদিও স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তালিবানদের ভয়ে নিজেদের জায়গা ছেড়ে নড়েননি বিক্ষোভকারীরা৷ সম্ভবত ওই মহিলার সাহসী মানসিকতাই অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Brave Afghan woman faces armed Taliban fighter: বন্দুক তাক করে তালিবান, অকুতোভয় আফগান মহিলার সাহসে মুগ্ধ গোটা বিশ্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement