ভয়ঙ্কর বিস্ফোরণ! তেহরানের ক্লিনিকে ১৯জনের মৃত্যু!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সরকারি সূত্রের খবর গ্যাস লিকের ফলে এই দুর্ঘটনা ঘটেছে৷ স্থানীয় পুলিশ সূত্রের খবর অক্সিজেন ট্যাঙ্ক ফেটে বিপত্ত ঘটে৷ যার জেরে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি৷
#তেহরান: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরানের একটি ক্লিনিক৷ অত্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে৷ প্রথমে ১৩জনের মৃত্যুর খবর এলেও পরে ১৯জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়৷ যার মধ্যে বেশিরভাগ মহিলা বলে জানা গিয়েছে৷
১০ জন মহিলা, ৩ জন পুরুষের মৃত্যু হয়েছে বলে খবর৷ বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ জানিয়েছেন (deputy) স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরচি৷
সরকারি সূত্রের খবর গ্যাস লিকের ফলে এই দুর্ঘটনা ঘটেছে৷ স্থানীয় পুলিশ সূত্রের খবর অক্সিজেন ট্যাঙ্ক ফেটে বিপত্ত ঘটে৷ যার জেরে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি৷ স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা ঘন ধোঁয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন৷ যদিও এই ছবি বা ভিডিওগুলি সরাসরি তেহরনের বিস্ফোরণের কিনা, তা খতিয়ে দেখা হয়নি৷
advertisement
advertisement
ক্লিনিকে বিস্ফোরণ হওয়ায় আহত হয়েছেন রোগীরা৷ তাঁরা জানাচ্ছেন যে, অপরেশন রুমের ওপরের তলায় ছিলেন সকলে৷ আহতদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে৷ ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ ২৫জন কর্মী ক্লিনিকের ভিতরে রয়েছেন৷ তারাই আপাতত কাজ চালাচ্ছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 01, 2020 1:22 PM IST







