Pakistan Train Attack Update: মিথ্যে গল্প বলছে পাক সেনা? জাফর এক্সপ্রেসের ২১৪ জন পণবন্দিকেই হত্যা, চাঞ্চল্যকর দাবি বালোচদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিএলএ পাক সরকারের কাছে দাবি করে, বালোচিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত যাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দিতে হবে৷
কোয়েটা: পাকিস্তানি সেনা এবং সরকারের দাবি ছিল, বালোচ জঙ্গিদের হাতে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেসের পণবন্দি সব যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে৷ যদিও সেই দাবির সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ৷ বিদ্রোহী বালোচদের ওই সংগঠনের চাঞ্চল্যকর দাবি, তাদের দাবি মতো ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান সরকার বালোচ যুদ্ধ বন্দিদের মুক্তি না দেওয়ায় জাফর এক্সপ্রেসের ২১৪ জন পণবন্দি যাত্রীকেই হত্যা করা হয়েছে৷
ওই সংগঠনের আরও দাবি, পাকিস্তানি সেনা সফল অভিযানের মাধ্যমে সব পণবন্দিকে নিরাপদে উদ্ধার করে আনার যে গল্প শোনাচ্ছে, তা পুরোপুরি মিথ্যে৷ নিজেদের নিরাপত্তাবাহিনীর মনোবল ধরে রাখতেই পাক সরকারও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করছে না বলেই দাবি করেছে বিএলএ৷ একই সঙ্গে তাঁদের অভিযোগ পণবন্দি যাত্রীদের জীবনের থেকেও পাকিস্তান সরকার একগুঁয়েমি এবং সামরিক জেদাজেদিকে অগ্রাধিকার দিয়েছে৷ যার খেসারত দিয়েছেন পণবন্দি যাত্রীরা৷
advertisement
advertisement
গত মঙ্গলবার বালোচিস্তানের দুর্গম পাহাড় ঘেরা এলাকায় রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে কোয়েটা থেকে পেশোয়ার গামী জাফর এক্সপ্রেসের দখল নেয় বিদ্রোহী বালোচরা৷ ওই ট্রেনটিতে প্রায় সাড়ে চারশো যাত্রী ছিলেন৷ প্রথমে অবশ্য মহিলা, শিশু সহ বেশ কিছু যাত্রীকে ছেড়ে দেয় তারা৷ তবে আতঙ্ক সৃষ্টি করতে কয়েকজন যাত্রীকে হত্যাও করা হয়৷ মূলত ইদের ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া পাক সেনার জওয়ানরাই ছিল বালোচ জঙ্গিদের টার্গেট৷ শেষ পর্যন্ত দুশোর বেশি যাত্রীকে পণবন্দি করে তারা৷ যাঁদের মধ্যে অধিকাংশই পাক সেনাবাহিনীর সদস্য৷
advertisement
বিএলএ পাক সরকারের কাছে দাবি করে, বালোচিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত যাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দিতে হবে৷ তা না হলে পণবন্দিদের হত্যা করা হবে৷ যদিও বিএলএ-র এই দাবিকে নস্যাৎ করে দিয়ে পণবন্দিদের উদ্ধার অভিযানে নামে পাক সেনা৷ প্রায় ৪৮ ঘণ্টার সংঘর্ষের পর পাক সেনার পক্ষ থেকে দাবি করা হয়, বালোচ জঙ্গিদের হত্যা করে পণবন্দিদের নিরাপদে মুক্ত করা হয়েছে৷
advertisement
যদিও পাক সরকার এবং সেনার এই দাবিকে প্রথম থেকেই মানতে চায়নি বিদ্রোহী বালোচরা৷ তাদের দাবি ছিল, জাফর এক্সপ্রেসের যাত্রীদের উদ্ধারকে কেন্দ্র করে পাক সেনাবাহিনী এবং বিএলএ-এর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ অব্যাহত রয়েছে৷ এবার বিএলএ-র চাঞ্চল্যকর দাবি, প্রত্যেক পণবন্দিকেই হত্যা করা হয়েছে৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বিএলএ আরও দাবি করেছে, পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম বা মুখপত্রের কথায় বিশ্বাস না করে আসলে কী ঘটেছে তা জানতে তদন্ত করে দেখা হোক৷ একই সঙ্গে বিএলএ হুঁশিয়ারি দিয়েছে, পাক সেনার বিরুদ্ধে তাদের অতর্কিত হামলা চলতেই থাকবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 4:12 PM IST